দেশ প্রচ্ছদ 

বেঙ্গালুরুতে কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানেই,২০১৯-এ মোদীকে হারানোর শপথ বিরোধীদের

শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরিঃ বুধবার কর্ণাটকে নতুন জোট সরকার গঠিত হল। জনতা দল সেকুলার ও কংগ্রেসের এই জোট সরকারের মুখ্যমন্ত্রী হলেন এইচ.ডি.কুমারস্বামী। এই শপথ গ্রহণ অনুষ্ঠান আর ৫টি শপথের মত নয়,ভারতীয় রাজনীতিতে এর গুরুত্ব অপরিসীম।মূলত কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে নতুন এক বিরোধী জোট প্রয়োজন ছিল। সেই জোটের কাজ অনেকটাই হয়ে গেল আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে।বেঙ্গালুরুতে আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে সোনিয়া গান্ধী,রাহুল গান্ধী,মায়াবতী,মমতা বন্দ্যোপাধ্যায়,অরবিন্দ কেজরিওয়াল,অখিলেশ যাদব,তেজস্বী যাদব,চন্দ্রবাবু নাইডু,কে,চন্দ্রশেখর রাও,পিনারাই বিজয়ন,সীতারাম ইয়েচুরি,শরদ যাদব সহ দেশের সব বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এইসব রাজনৈতিক দলের নেতারা বিজেপি ও নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার ডাক দেন।এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়রা যে ফেডারেল ফ্রন্টের ডাক দিয়েছিলেন তা কার্যত কংগ্রেসের নেতৃত্বাধীন মোদী বিরোধী জোটে আজ রুপান্তরিত হল।

যদিও বিজেপি দলের পক্ষ থেকে এই জোটকে সুবিধাবাদী নীতিহীন জোট বলা হয়েছে। তবু এটা ঠিক ২০১৯-র লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে যে কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। আর কয়েক মাস পরেই রাজস্থানে বিধানসভা নির্বাচন হতে চলেছে। রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন,রাজস্থানের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতা দখল করতে পারে। আবার মধ্যপ্রদেশও বিধানসভা নির্বাচন হবে ।এখানেও কংগ্রেস বিজেপি জোর টক্কর দেবে বলে রাজনৈতিক মহল মনে করছে। এই পরিস্থিতি তৈরি হলে আগামী দিনে কংগ্রেস আরও আগ্রাসী হয়ে মোদী বিরোধী প্রচার চালাবে। এটা স্বীকার করতে হবে যে,কর্ণাটকে যেভাবে ক্ষমতা হারাতে হারাতে শেষ পর্যন্ত সোনিয়া গান্ধীর কুশলী চালে কর্ণাটকে কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারল তাতে বিজেপি যে অনেকটা ব্যাকফুটে চলে গেছে তা অস্বীকার করা যাবে না। আর যেভাবে ঘুরপথে বিধায়ক কেনাবেচা করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল অমিত শাহরা তাতেও দেশের সাধারণ মানুষের বিজেপি-র ক্ষমতা দখলের অবৈধ পন্থাকে ভালভাবে নেয়নি। তাই শেষ পর্যন্ত কর্ণাটকে কংগ্রেস জেডিএস জোট সরকার গঠনের মধ্য দিয়ে দেশে মোদী বিরোধী জোটের পথ উন্মুক্ত করে দিল বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

Advertisement

শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

২ Thoughts to “বেঙ্গালুরুতে কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানেই,২০১৯-এ মোদীকে হারানোর শপথ বিরোধীদের”

  1. সাসাইফুদ্দিন গাইন

    ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এক সদর্থক রাজনৈতিক উদ্যোগ।
    এই উদ্যোগ দেশের সংহতিকে মজবুত করবে।

    1. সাইফুদ্দিন গাইন

      ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এক সদর্থক রাজনৈতিক উদ্যোগ । এই উদ্যোগ দেশের সংহতিকে মজবুত করবে ।

Leave a Comment

eight − 8 =