দেশ 

সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ম্যাগসাইসাই পুরস্কার পেলেন ভারতীয় সাংবাদিকতার আইকন এনডিটিভি-র রাবীশ কুমার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভারতীয় সাংবাদিক জগতের আইকন। কোনো প্রলোভনেও তিনি সত্য বলতে ভয় পান না । বিগত ৫ বছর ধরে তাঁর সাংবাদিকতা বিশ্বে নজীর সৃষ্টি করেছে । তিনি হলেন এনডিটিভি- এডিটর রাবীশ কুমার । তাঁর অসামান্য সাংবাদিকতার স্বীকৃতি স্বরুপ।এশিয়া মহাদেশের সর্বোচ্চ সম্মান র‌্যামেন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন সাংবাদিক রবীশ কুমার। শুক্রবার স্বীকৃতি প্রাপকদের তালিকা প্রকাশ করেছে র‌্যামেন ম্যাগসাইসাই পুরস্কার জ্ঞাপক সংস্থা। সম্মান প্রাপকদের হাতে মানপত্রও তুলে দেওয়া হয়েছে।

পুরস্কার জ্ঞাপক সংস্থা জানিয়েছে, প্রাইম টাইমে রবীশ সেই সব মানুষদের কথা তুলে ধরেন, যাঁদের হয়ে মুখ খোলেন না কেউ। সেই সব ঘটনার কথা তুলে ধরেন যা প্রতি মুহূর্তে জাতীয় জীবনকে বিপর্যস্ত করছে। র‌্যামেন ম্যাগসাইসাই পুরস্কার জ্ঞাপক সংস্থা মনে করে, যখন কোনও সাংবাদিক সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে ওঠেন, একমাত্র তখনই তাঁর কাজ স্বার্থক। রবীশ কুমার বরাবর তাঁর নিউজ রুমকে জনতার দরবার বলে পরিচয় দিয়েছেন।

Advertisement

রবীশের নিরপেক্ষ ও নির্ভীকভাবে খবর বিশ্লেষণ যে কোনও সাংবাদিকের কাছে দৃষ্টান্তের মতো বলে মনে করে  ম্যাগসাইসাই পুরস্কার জ্ঞাপক সংস্থা। রবীশ ছাড়াও এশিয়ার সেরা সাংবাদিকের সম্মান পেলেন মায়ানমারের কে সুয়ে, থাইল্যান্ডের অঙ্গখানা নীলাপাইজিৎ, ফিলিপিন্সের রেমুন্ড পুজান্তে সায়াবায়াব ও দক্ষিণ কোরিয়ার কিম জং কি। বিহারের জিতওয়ারপুরের বাসিন্দা রবীশ কুমার দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৬ সালে দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রাইম টাইম অনুষ্ঠান থেকে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। রবীশের এই স্বীকৃতিতে খুশি ভারতের সাংবাদিক মহল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + 19 =