দেশ 

অর্থনীতি লাইনচ্যুত হয়েছে। টানেলের শেষে কোনও আলো দেখা যাচ্ছে না দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধী মুখ খুললেন । সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে তোপ দাগলেন রাহুল । কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বৃহস্পতিবার দেশের অর্থনীতি নিয়ে টুইট করেছেন । সেখানে তিনি লিখেছেন ,অর্থনীতি লাইনচ্যুত হয়েছে। টানেলের শেষে কোনও আলো দেখা যাচ্ছে না। কটাক্ষ করে রাহুল বলেন, যদি আপনার অযোগ্য অর্থমন্ত্রী বলেন, সেখানে আলো দেখা যাচ্ছে, তাহলে তাকে(রাহুলকে) বিশ্বাস করে যেন ধরে নেওয়া হল মন্দার ট্রেন আসছে পুরো গতিতে।

মে মাসের পর থেকে ভারতীয় অর্থনীতির মূল খাতগুলিতে বৃদ্ধি হ্রাস পেয়েছে। জুনে যা ০.২ শতাংশ ধীর গতিতে চলছে। যা গত চারবছরে সর্বনিম্ন। এই তথ্য সামনে আসার পরেই রাহুলের এই আক্রমণ।

Advertisement

বাণিজ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, অপরিষোধিত তেল, সিমেন্ট, রিফাইনারি, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন হ্রাস পাওয়াতেই এই পরিস্থিতি। অর্থনীতির মূল খাতে বৃদ্ধি ৫.১ শতাংশ থেকে কমে মে মাসে হয়ে গিয়েছে ৪.৩ শতাংশ।

রাহুল গান্ধী দাবি করেন, জিএসটি এবং নোট বাতিলের মতো নির্বোধ মনোভাবের কারণে অর্থনীতির এই পরিস্থিতি। দেশের আটটি মূল খাত, কয়লা, অপরিষোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, রিফাইনারি, সার, স্টিল, সিমেন্ট, বিদ্যুৎকে শিল্পের মাসিক কর্মক্ষমতা সূচক হিসেবে ধরা হয়। এইসব ক্ষেত্রগুলিতে ২০১৮-র জুন মাসে বৃদ্ধি হয়েছিল ৭.৮ শতাংশ হারে। ২০১৮-১৯ অর্থবর্ষে তাদের ক্রমবর্ধমান বৃদ্ধি ছিল ৪. ৪ শতাংশ। এপ্রিলে যার বৃদ্ধি ছিল৬.৩ শতাংশ।

দেশের অর্থনীতির এই হালে অর্থনীতিবিদরা বিপদের সংকেত পেলেও দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তা মানতে নারাজ । এর ফলে দেশজুড়ে বেকারত্ব বাড়বে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − seven =