কলকাতা 

নিউটাউনে একশো একর জমিতে হচ্ছে সিলিকন ভ্যালী , রাজ্যে আসছে উইপ্রো , ১০ হাজার বেকারের কর্মসংস্থান হবে দাবি মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নিউটাউনে ১০০ একর জমির উপর গড়ে উঠছে সিলিকন ভ্যালী । এর মধ্যে ৫০ একর জমিতে উইপ্রো মাইক্রোসফটের কাজে করবে । গতকাল বৃহস্পতিবার নজরুল মঞ্চে সবুজ বাঁচাও, সবুজ জাগাও-এর অনুষ্ঠানের মধ্যেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যে উইপ্রো আসছে। সেখানে প্রায় ১০ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। পাশাপাশি মাইক্রোসফট জনকল্যাণ কর্মসূচিতে অংশ নিতে চলেছে। সেখানে প্রায় ৬ লক্ষ তাঁতি উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে মাইক্রোসফট। দুটি প্রকল্পের কাজ তারা হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে, প্রজেক্ট সঙ্গম এবং প্রজেক্ট ই ওয়েব। এর মধ্যে প্রজেক্ট ই ওয়েব জনকল্যাণমূলক।

Advertisement

এই প্রকল্পে ৬ লক্ষ তন্তুবায়কে সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে তাদের আয় প্রায় ২৫ শতাংশ বাড়বে। নদিয়া থেকে এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 9 =