দেশ 

রাজ্যসভায় পাশ হয়ে গেল ন্যাশনাল মেডিকেল কমিশন বিল , অস্তিত্ব হারাচ্ছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চিকিৎসকদের বিরোধিতা সত্ত্বে বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয়ে গেল ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল ২০১৯। এর ফলে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া নামে সংস্থাটি বিলোপ ঘটল  নতুন এক সংস্থার জন্ম হবে। তার নাম হবে ন্যাশনাল মেডিকেল কমিশন। দেশে চিকিৎসা শিক্ষায় সংস্কারের ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। এই বিল মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬কে রদ করবে। ধ্বনি ভোটে বিলটি রাজ্যসভায় পাশ হয়ে গেলেও এআইএডিএমকে সদস্যরা এদিন ওয়াক আউট করেন। লোকসভায় বিলটি পাশ হয়েছিল ২৯ জুলাই।

দেশের স্বাস্থ্যমন্ত্রী বিতর্কে অংশ নিতে গিয়ে বলেছেন, ইতিমধ্যেই চিকিৎসা প্রবেশিকার পরীক্ষা নিয়ে থাকে এনইইটি। ১৩ ভাষায় এই পরীক্ষা নেওয়া হয়। তিনি আরও জানিয়েছেন, বিলটি অনুমোদন পেয়ে গেলেই চিকিৎসা শিক্ষা শেষ করে বেরিয়ে যাওয়ার পরীক্ষাটাও তারাই নেবে। যা আগামী তিন বছরের মধ্যে চালু করা হবে।

Advertisement

মন্ত্রী বলেন, এনইইটি পুরোপুরি স্বচ্ছ। এব্যাপারে বর্যীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের মূল্যবান পরামর্শের জন্য প্রশংসাও করেন। চিকিৎসা শিক্ষায় জাতীয় মান বজায় রাখায় সংস্থানও রাখা হয়েছে বিলটিতে। এমবিবিএস-এর চূড়ান্ত বছরের পরীক্ষাকেই পরবর্তী ধাপের অর্থাৎ স্নাতকোত্তরের প্রবেশিকা বলে মান্যতা দেওয়া হবে। যাঁরা বিদেশ থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি নিয়ে আসবেন তাঁদেরকে এই পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষাকে বলা হবে ন্যাশনাল এক্সিট টেস্ট বা সংক্ষেপে এনইএক্সটি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − 15 =