দেশ 

তিন তালাক বিলে সম্মতি রাষ্ট্রপতির , এখন থেকে তাৎক্ষণিক তিন তালাক ফৌজদারী অপরাধ হিসাবে গণ্য হবে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করলেন তাৎক্ষণিক তিন তালাক বিলে। অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই বিল আইনে পরিণত হয়ে গেল । যার ফলে কোনও মুসলমান পুরুষ তাঁর স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দিলে সেই অভিযোগ প্রমাণিত হলে তাঁকে জেল খাটতে হবে।

এই আইনে সর্বোচ্চ তিন বছরের সাজার নির্ধারণ করা হয়েছে। বিতর্কিত এই বিলটি নিয়ে বেশ কিছুদিন ধরেই সংসদে উত্তাল হয়েছে। প্রথমবার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসে তাৎক্ষণিক তিন তালাক বিল লোকসভায় পাস করে। তবে তা রাজ্যসভায় আটকে যায়। কারণ বিরোধীরা রাজ্যসভায় বেশি শক্তিশালী ছিল।

Advertisement

তাই নিয়ে আদালতে মামলা হয়। সুপ্রিম কোর্ট পুনরায় বিলটি সংশোধন করে সংসদে পাস করতে বলে। এই অবস্থায় দ্বিতীয়বার ক্ষমতায় এসেই লোকসভায় তাৎক্ষণিক তিন তালাক বিল পেশ করে নরেন্দ্র মোদী সরকার। এবং তা সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ হয়ে যায়।

রাজ্য সভায় পাশ হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে কৌশলে রাজ্যসভাতেও এ বিলটি পাস করিয়ে নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অনেকের অনুপস্থিতি এই বিল পাস করাতে সাহায্য করেছে। তার পরে এই বিলটিতে রাষ্ট্রপতির বৃহস্পতিবার স্বাক্ষর করেন ফলে  এবার তা আইনে পরিণত হল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven − 4 =