জেলা 

গঙ্গার গ্রাসে জাতীয় সড়ক ; কলকাতা থেকে বিচ্ছিন্ন ডায়মন্ডহারবার-কাকদ্বীপ-নামখানা –সাগর ; দ্রুত মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  গঙ্গার ভাঙনের কবলে ১১৭ নং জাতীয় সড়ক । বৃহস্পতিবার ভোরে ডায়মন্ডহারবার জেটিঘাটের কাছে গঙ্গার জলের তোড়ে ভাঙন দেখা দেয় । ফলে ডায়মন্ডহাবরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে কলকাতা যোগাযোগ ব্যবস্থা ।

সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে । এই জায়গাটিকে টুরিস্ট স্পট করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আর সেই জায়গাটি ভাঙনের কবলে পড়ল ।

Advertisement

ফলে কার্যত সড়কপথে কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার যোগাযোগের মেরুদণ্ড হল ১১৭ নম্বর জাতীয় সড়ক। সপ্তাহের মাঝখানে সেই রাস্তা ভাঙনের মুখে পড়ায় স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা। চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। পাশাপাশি, মুখ থুবড়ে পড়েছে পণ্য পরিবহণও। এই জাতীয় সড়ক দিয়েই ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা- সাগরসহ দক্ষিণ ২৪ পরগণার  বিস্তীর্ণ অঞ্চল থেকে পণ্যবাহী ভারী গাড়ি আসে কলকাতায়। ফলে সম্পূর্ণ বিধ্বস্ত পণ্য পরিবহণ।

পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা অবস্থার পর্যালোচনা করছেন। দ্রুত ব্যবস্থা চলছে বিকল্প রাস্তা খুঁজে বের করার। ঘুরপথে হলেও চেষ্টা চলছে যোগাযোগ ব্যবস্থা ফের শুরু করার।

প্রসঙ্গত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে বহু কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যায়নের প্রকল্প চলছিল। তার বড় অংশ তলিয়ে গিয়েছে নদীর গ্রাসে। এমনকি, প্রকল্পের কাজের জন্য রাখা ছিল বহু সামগ্রী। সে সবও জাতীয় সড়কের সঙ্গে চলে গিয়েছে নদীগর্ভে।

এই এলাকার মানুষের মনে আশংকা মেরামতির পরও কী আগের মত জাতীয় সড়ক পাওয়া যাবে । আবার ভাঙনের পর বেশ কিছুটা সময় কেটে গেলেও মেরামতি কাজ শুরু না হওয়ায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে । জাতীয় সড়ক ভেঙে পড়ার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − 17 =