কলকাতা 

অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সচেতনতা শিবির করার জন্য দেড় কোটি টাকা  দুর্নীতির অভিযোগ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কলকাতা: অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সচেতননতা শিবির করার জন্য নাকি দেড় কোটি টাকার  দুর্নীতি হয়েছে ? অভিযোগের তীর নারী- শিশু- সমাজ কল্যাণ দপ্তরের এক অফিসারের দিকে ।  জানা গেছে ওই অফিসারের নাম মনোজ দে । তিনি এখন দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে কর্ম রত । বিশেষ সূত্রে জানা গেছে সমাজ কল্যাণ দপ্তরের ডজন খানেক অফিসাররাও তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অসমর্থিত সূত্রে দাবি করা হচ্ছে , অঙ্গনওয়াড়ি কর্মীদের আত্মসাত হওয়া এই অর্থের পরিমাণ আড়াই কোটি টাকা। এই টাকা দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের সচেতনতা শিবির করা হোত। আর টি আই আবেদনে এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে প্রশ্ন করা হলে তার কোনো যথাযথ জবাব মিলেনি আজও । বর্তমান সমাজ কল্যাণ ভবনের ডিরেক্টর মধুমিতা সিনহাকে এ ব্যাপারে ল্যান্ড লাইনে বারবার যোগাযোগ করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

তবে সমাজ কল্যাণ দপ্তরের অফিসারদের দাবি , এই দেড় কোটি টাকা পুরোপুরি আত্মসাত করা হয়েছে। এটি হয়েছে ব্যাঙ্ক অব বরোদার সেন্ট্রাল এভিনিউ- এর শাখা থেকে । এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে একটি চাপান- উতোর তৈরি হয়েছে । অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি- দাওয়ার ভিত্তিতে রাস্তায় নেমে লড়াই- আন্দোলন করছেন তখন তাঁদেরই টাকা নিয়ে আত্মসাতের এই অভিযোগে সংশ্লিষ্ট দপ্তরই নড়েচড়ে বসেছে।

প্রশ্ন উঠেছে , মুখ্যমন্ত্রী যখন কাটমানি ইস্যুতে সরব ঠিক তখনই এই অভিযোগ সামনে আসায় জেলা প্রশাসন অস্বস্তিতে।

ছবি : ফাইল চিত্র


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 + six =