আন্তর্জাতিক 

ওসামা বিন লাদেনের পুত্র হামজা নিহত দাবি আমেরিকার ; কীভাবে মৃত্যু তা জানা যায়নি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মারা গেলেন ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। তাঁকে সন্ত্রাসবাদের যুবরাজ বলে আখ্যা দেওয়া হয়েছিল। তার মাথার দাম ১০ লক্ষ ডলার ধার্য করেছিল আমেরিকা। বুধবার তার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মার্কিন আধিকারিকদের সূত্রে এই খবর পাওয়া গিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যমে এনবিসি নিউজ। যদিও তার মৃত্যু সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তার মৃত্যুতে আমেরিকার কোনও ভূমিকা আছে কিনা, সেটাও স্পষ্ট নয়।

Advertisement

বুধবার এই খবর নিয়ে কানাঘুষো শোনা যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকরা। বলেন, ‘হামজা বিন লাদেন কি মৃত?’ ট্রাম্প বলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।

২০১৮-তে শেষবার হামজা বিন লাদেনের বার্তা প্রকাশ করেছিল আল-কায়েদা। সেখানে হামজাকে সৌদি আরবকে হুমকি দিতে শোনা গিয়েছিল।

১৯৮৯ সালে জন্ম হামজা বিন লাদেনের। ১৯৯৬ তে যখন ওসামা বিন লাদেন আফগানিস্তানে চলে যায় ও আমেরিকার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, তখন সঙ্গে ছিল হামজাও। একাধিক ভিডিওতে লাদেনের সঙ্গে হামজাকে দেখা গিয়েছিল।

লাদেনের এই ছেলেকে বহুদিন ধরেই খুঁজছে আমেরিকা৷ কখনও জানা যায় যে সে পাকিস্তানে রয়েছে, কখনওবা আফগানিস্তানে৷ কখনও আবার ইরাকে৷ তবে আমেরিকা হাল ছাড়েনি৷ গত বছর শোনা যায়, এই হামজা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলায় অভিযুক্ত মহম্মদ অট্টার মেয়েকে বিয়ে করে৷ আল কায়দা সংগঠনে হামজা কোনও বড়সড় পদেই ছিল বলে অনুমান করা হয়।

চলতি বছরের মার্চ মাসে ১ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে আমেরিকা।

মাত্র ২২ বছর বয়সেই সে তার বাবাকে চিঠি লিখে জানিয়েছিল যে সে জিহাদের পথই বেছে নিচ্ছে। এক প্রাক্তন এফবিআই কর্তা, যিনি ৯/১১ হামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনিই ওই চিঠি প্রকাশ্যে এনেছিলেন বছর দুয়েক আগে। আলি সউফান নামে ওই গোয়েন্দা ইনভেস্টিগেশন ব্যুরোর চিফ ছিলেন। তাঁর মতে, হামজা যখন ছোট ছিল তখন থেকেই স্থির হয়ে গিয়েছিল যে লাদেনের পরে আল-কায়েদা চালাবে সেইই।

সউফান জানান, দীর্ঘদিন বাবার দেখা পায়নি হামজা। সেইসময়ই এই চিঠি লেখে সে। হামজা বাবাকে লিখেছিল, ‘প্রত্যেকটা হাসি, যা তুমি আমাকে উপহার দিয়েছ, প্রত্যেকটা কথা যা তুমি আমাকে বলেছ সব মনে আছে। আল্লার নামে আমি জিহাদের পথ বেছে নিচ্ছি।’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 1 =