কলকাতা 

রাজ্য রাজনীতিতে গুরুত্ব বাড়ছে অধীরের ; প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর স্মরণ সভায় আমন্ত্রিত বহরমপুরের সাংসদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্য রাজনীতিতে অধীর চৌধুরির গুরুত্ব বাড়ছে । এতদিন কংগ্রেস নেতাদের মধ্যে প্রণব মুখার্জি, প্রদীপ ভট্টাচার্য , সোমেন মিত্র , আবদুল মান্নান , সরদার আমজাদ আলীরা পশ্চিমবাংলার রাজনীতিতে জগতে গুরুত্ব পেতেন । কংগ্রেস বাদে অন্য রাজনৈতিক দলের কোনো মিটিং –এ সাধারনত এরাই ডাক পেয়ে থাকেন । কিন্ত এবার গুরুত্ব পাচ্ছেন মুর্শিদাবাদের বেতাজ বাদশা অধীর চৌধুরি । এমনিতেই কংগ্রেস রাজনীতিতে তিনি বরাবরই গুরুত্ব পেয়েছেন সাংগঠনিক দক্ষতার জোরে । কিন্ত এর বাইরে রাজ্যের অন্য রাজনৈতিক দলের স্মরণ সভায় তাঁকে আমন্ত্রণ করা হয়েছে এটা খুব একটা দেখা যায়নি ।

এবার ডাকসাইটে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্মরণ-অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। এবং এই আমন্ত্রণ পাওয়ার পর তিনি সেই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে পা বাড়িয়ে রয়েছেন। তিনি নিজে হাজির হয়ে এই অনুষ্ঠান থেকে বার্তা দিতে চাইছেন।

Advertisement

সুভাষ চক্রবর্তীর প্রয়াণের পর প্রতি বছর ৩ অগাস্ট মৃত্যু-বার্ষিকীতে অনুষ্ঠান করে আসছে সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন। এতদিন সিপিএম নেতা কিংবা তাদের ঘনিষ্ঠরাই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। এবারই প্রথম কংগ্রেস নেতা অধীর চৌধুরী আমন্ত্রিত। বারাকপুরের সুকান্ত সদনে এবার অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত থাকবেন মহম্মদ সেলিম, বিকাশরঞ্জন ভট্টাচার্য, বাদশা মৈত্র প্রমুখ।

ইতিমধ্যেই এবার লোকসভার আগেও সিপিএমকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কিন্তু লোকসভার আগে উভয় এক মঞ্চে আসতে রাজি ছিলেন না। লোকসভায় বিপর্যয় তাদের আবার একসঙ্গে পথ চলার রাস্তা পরিষ্কার করে দিয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − three =