কলকাতা 

সারদা গোষ্ঠী থেকে নেওয়া টাকা ইডিকে ফেরত দিতে চেয়ে চিঠি পাঠাল তৃণমূল সাংসদ শতাব্দী রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সারদা গোষ্ঠী থেকে  নেওয়া টাকা ফেরত দিতে চান অভিনেত্রী তথা বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ইতিমধ্যেই তিনি ইডিএর দফতরে চিঠি দিয়ে টাকা ফেরত দেওয়ার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা গেছে।

কয়েক দিন আগেই শতাব্দী রায়কে সারদা-কাণ্ডে জেরা করতে চেয়ে ইডি আধিকারিকেরা তাঁকে তলব করেন। এর পরেই পাল্টা চিঠি দিয়ে টাকা ফেরতের ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

Advertisement

ইডি সূত্রে খবর, সারদা গোষ্ঠীর একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী। তাঁর সঙ্গে কত টাকার চুক্তি হয়ে ছিল, সে বিষয়ে জানতে চেয়ে তাঁকে নোটিস পাঠানো হয়। কিন্তু সংসদ চলছে বলে শতাব্দী নিজে হাজির হতে পারেননি। ইডি-কে চিঠি দিয়ে সবিস্তার জানিয়েছেন। তাতে তিনি ২৯ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন বলে ইডি সূত্রে খবর।

২০১৫ সালে সারদা-কাণ্ডে অভিনেতা মিঠুন চক্রবর্তীও ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকা ফিরিয়ে দিয়েছিলেন ইডি-কে। তখন তিনি রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন। মিঠুন টাকা ফেরতের বিষয়ে ইচ্ছাপ্রকাশের পর ইডি আধিকারিকেরা তাঁর সঙ্গে কথা বলেন। পরে ওই অঙ্কের একটি ড্রাফ্ট তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে ইডির কাছে পৌঁছে দেন।

যদিও ইডি শতাব্দী রায়ের কাছ থেকে এই টাকা ফেরত নেওয়ার বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও দেখায়নি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × three =