কলকাতা 

রাজ্যের প্রথম নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন সুরজিত কর পুরকায়স্থ, নতুন ডিজি হচ্ছেন বীরেন্দ্র

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত ভোট মিটতেই না মিটতেই বড়সড় রদবদল হচ্ছে রাজ্য পুলিশে। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অপসারিত হচ্ছেন সুরজিত কর পুরকায়স্থ। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন আইপিএস বীরেন্দ্র। ১৯৮৫ সালের আইপিএস ব্যাচ বীরেন্দ্র। এতদিন তিনি ডিজি সিকিউরিটি পদে ছিলেন। বীরেন্দ্রবাবুর জায়গায় আসছেন আইপিএস সিদ্ধিনাথ গুপ্তা। অন্যদিকে সুরজিৎ কর পুরকায়স্থ হচ্ছেন রাজ্যের সিকিউরিটি অ্যাডভাইজার বা নিরাপত্তা উপদেষ্টা। যদিও পুলিশের এই পদটি এতদিন এই রাজ্যে ছিলনা । নবান্নের দাবি, দিল্লি পুলিশের ধাঁচে এই নয়া পদটি তৈরি করা হয়েছে। আর প্রথমবার এই পদের দায়িত্ব পাচ্ছেন সুরজিতবাবু। দুজনেই আগামী পয়লা জুন থেকে নতুন পদে দায়িত্ব নেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

রাজ্য পুলিশের ডিজি পদে বীরেন্দ্রর আসীন হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হল সুরজিৎ করপুরকায়স্থর নয়া পদ। এর আগে পশ্চিমবঙ্গ পুলিশে এমন পদ ছিল না।  কিন্তু  নবান্ন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রতিককালে অশান্তির ঘটনা ঘটেছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনেও নানা জায়গা থেকে অশান্তির অভিযোগ উঠে এসেছে। এক্ষেত্রে সুরজিত করপুরকায়স্থর অভিজ্ঞতাকে কাজে লাগাতে দিল্লি পুলিশের ধাঁচে নয়া এই পদটি তৈরি করা হয়েছে।

Advertisement

 


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + 18 =