জেলা 

স্বামী দুমাস ধরে নিখোঁজ , থানায় সামনে ধর্নায় স্ত্রী সঙ্গে বিজেপি কর্মীরা , উত্তেজনা চরমে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের ফল বের হওয়ার পর বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল –বিজেপি কর্মীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের দিন থেকে বিজেপি কর্মী দেবদাস মন্ডল নিখোঁজ । এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি । প্রায় দুমাস হতে চলল দেবদাস কোথায় জানে না পুলিশ –প্রশাসনও ।

এই পরিস্থিতিতে নিখোঁজ দেবদাসের স্ত্রী সুপ্রিয়া মন্ডল সোমবার ন্যাজাট থানার সামনে ধর্নায় বসেন । আর এই ধর্নায় বসাকে কেন্দ্র করে ১৬ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ ।

Advertisement

এদিন নিখোঁজ দেবদাস মণ্ডলের স্ত্রীকে নিয়ে বিজেপি কর্মীরা ধরনায় বসায় উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। দেবদাস মণ্ডলের বিরুদ্ধে ন্যাজাট থানায় আগেই নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি জীবিত না মৃত, তাও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে এলাকায় উত্তেজনা বাড়ছে। বসিরহাট মহকুমার সন্দেশখালির ন্যাজাটে গত মাসে দলীয় পতাকা টাঙানো অর্থাৎ এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। দু’পক্ষের মোট তিনজনের মৃত্যু হয়।

তার মধ্যে দুজন বিজেপি কর্মী ও একজন তৃণমূল কর্মী রয়েছেন। আর একজন বিজেপি কর্মী দেবদাস মণ্ডল এখনও নিখোঁজ। প্রায় দেড় মাস অতিক্রান্ত হয়ে গেল তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। জীবিত অথবা মৃত অবস্থায় স্বামীকে ফিরে পাওয়ার দাবিতে ধরনায় বসেন স্ত্রী সুপ্রিয়া। বিজেপিই নেতৃত্ব দেন এই ধরনা-বিক্ষোভের।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 + nine =