দেশ 

বুধবার কর্ণাটকে কুমারস্বামীর শপথ, এই মঞ্চ থেকেই মোদী বিরোধী জোটের যাত্রা শুরু হল

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরিঃ বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন জেডিএস নেতা কুমারস্বামী। তাঁর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে দেশের সব বিরোধী রাজনৈতিক দল একজোট হতে চলেছেন। জানা গেছে,জোটের শরীক হিসেবে সোনিয়া-রাহুল গান্ধী -মায়াবতী তো উপস্থিত থাকছেন,একই উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,কেরলের মুখ্যমন্ত্রী,তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী সহ মোদী বিরোধী সব রাজনৈতিক দল এই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। একই মঞ্চে দেখা যাবে সীতারাম ইয়েচুরি,অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে মোদী বিরোধী এই রাজনৈতিক দলের নেতাদের বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। চন্দ্রবাবু নাইডু,মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরির সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক হতে পারে। আগামী লোকসভা নির্বাচনে জোট কীভাবে প্রচার চালাবে তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আসলে সোনিয়া গান্ধী কর্ণাটকে যে রাজনৈতিক দাবার চাল দিয়েছেন তাতে সব আঞ্চলিক দলগুলি এখন কংগ্রেসের দিকে ঝুকতে বাধ্য হবে। এর আগে সোনিয়া গান্ধী বলেছিলেন,দেশের স্বা্র্থে কংগ্রেস সব রকম আত্ম-বলিদানে রাজি। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কুর্সি পর্যন্ত ত্যাগ করবে কংগ্রেস। ভারতীয় রাজনীতিতে এর নজীর কংগ্রেস রেখেছে। সোনিয়া গান্ধীর মূল লক্ষ্য দেশের ক্ষমতার মসনদ থেকে মোদী-বিজেপি-আরএসএসকে মুক্ত করা।আর এটা করার জন্য কংগ্রেস যে সবরকম আত্মবলিদান করতে পারে তা কর্ণাটকে প্রমাণ রেখেছে। সোনিয়াজিরএই কুশলি চালে মোদী বিরোধী জোট আরও শক্তিশালী হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

Advertisement

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × two =