প্রত্যাশা মত কর্ণাটক বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন বিজেপি-র মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা
বাংলার জনরব ডেস্ক : প্রত্যাশা মত আজ সোমবার কর্ণাটক বিধানসভায় আস্থা ভোটে জয়ী হরেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা । ১৭ জন বিধায়ক বরখাস্ত হওয়ার কারণে বিধানসভায় সদস্য সংখ্যা দাঁড়ায় ২০৯ । এর মধ্যে ১০৫ জন বিধায়কের সমর্থন এমনিতেই ছিল । ফলে কর্ণাটক বিধানসভার আস্থা ভোটে বিজেপির মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার জয় নিশ্চিত ছিল । আজ সোমবার তিনি আস্থা ভোটে জিতে গেলেন ।
এদিকে , আস্থা ভোট শেষ হওয়ার পরেই স্পীকার রমেশ কুমার পদত্যাগ করেন । এই স্পিকার গতকালই ১৪ বিধায়কের সদস্য পদ খারিজ করেছিলেন । ফলে ওই ১৪ জন বিধায়ক এই মুহুর্তে ভোট হলে অংশ নিতে পারবেন না ।
এদিকে ,আস্থা ভোটে জয়ী হওয়ার পর ইয়েদুরাপ্পা বলেছেন, প্রতিহিংসার রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। মানুষকে ক্ষমা করায় বিশ্বাসী তিনি। কংগ্রেস ও জেডিএসের জোটের বিধায়কেরা সরে দাঁড়ানোয় কর্ণাটকে বেশ কিছুদিন ধরে ডামাডোল চলে। মাঝখান থেকে আস্থা ভোট হওয়ায় বিজেপি জিতে এবার সরকার গঠন করল।
গত সপ্তাহে কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে নেমে এইচডি কুমারস্বামীর সরকার হেরে যায়। কুমারস্বামীর জোট পেয়েছিল মাত্র ৯৯টি ভোট। এদিকে বিজেপির হাতে ছিল ১০৫টি ভোট। ফলে সরকার পড়ে যায়।
এরপরে দিন দুয়েক অপেক্ষার পর ইয়েদুরাপ্পা রাজ্যপাল বাজুভাই বালার কাছে আহ্বান জানান যেন তাঁকে সরকার গড়তে দেওয়া হয়। সেইমতো তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। তারপরে এদিন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ফেললেন এই লিঙ্গায়েত নেতা।