দেশ 

কর্ণাটকের বিদ্রোহী ১৪ বিধায়ককে বরখাস্ত করলেন অধ্যক্ষ , আস্থা ভোটে জয় নিশ্চিত হলেও ইয়েদুরাপ্পা সরকারের স্থায়ীত্ব নিয়ে সংশয় দেখা দিল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কর্নাটকের রাজনৈতিক প্রেক্ষাপট আরও জটিল হয়ে পড়ল । বিজেপি যে আশা নিয়ে ক্ষমতায় এসেছিল তা কার্যত বিনষ্ট হওয়ার পথে । আগামী কাল বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার আস্থা ভোট । তার আগে ১৪ জন বিদ্রোহী বিধায়ককে বরখাস্ত করলেন বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার।

আজ এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ বলেন, তিনি ১১ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক ও তিনজন জেডিএস বিধায়ককে বর্তমান বিধানসভার পুরো সময়কালের জন্য তিনি বরখাস্ত করেছেন। এর অর্থ, পঞ্চদশ বিধানসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই বিধায়করা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। শুধু তাই বরখাস্ত করার অর্থ হল ওই সব বিধায়কের কেন্দ্রে নতুন করে ভোট করাতে হবে । ফলে কংগ্রেস প্রভাবিত ওই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে জিতে আসা খুবই কঠিন হবে । উল্টো দিকে এই সময় বিজেপি ভোট করাতে গেলে যদি হিতে বিপরীত হয় তাতে কংগ্রেসের জন্য আরও ভাল হতে পারে ।

Advertisement

এদিন সাংবাদিকদের অধ্যক্ষ রমেশ কুমার বলেন, আমি আমার বিচারবিভাগীয় বিবেকের সাহায্য নিয়েছি। এর আগে বৃহস্পতিবার তিন বিদ্রোহী কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে তিনি একই সাজা ঘোষণা করেন। সেদিনই রমেশ কুমার বলেছিলেন দুদিনের মধ্যে বাকি বিষয়গুলি সম্পর্কে তাঁর সিদ্ধান্ত জানাবেন তিনি।

এই বরখাস্তের সিদ্ধান্তের ফলে বিধানসভার বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ২০৯-এ, এবং সংখ্যাগরিষ্ঠতার নির্ণায়ক কমে দাঁড়াল ১০৫-এ। বিজেপির পক্ষে এখন ১০৫টি ভোট, এবং সঙ্গে একজন নির্দলের ভোট থাকায় ইয়েদুরাপ্পা নিরাপদেই রয়েছেন।

এর ফলে বিধায়ক সংখ্যা কমে গেল এবং খুব কম সংখ্যক বিধায়ক নিয়ে সরকার চালাতে হবে ইয়েদুরাপ্পাকে । অন্যদিকে বিজেপির পরিকল্পনা ছিল আস্থা ভোট নেওয়ার আগেই স্পিকারকে সরিয়ে দেওয়া হবে । বিদ্রোহী বিধায়কদের কারও সদস্যপদ খারিজ হবে না বলে তাদেরকে কথা দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব । বিজেপি-র পরিকল্পনা মত কাজ হলে ইয়েদুরাপ্পা সরকারের কোনো সংকট আগামী দিনে দেখা যেত না । কিন্ত স্পিকারের আজকের সিদ্ধান্তের পর অনেকটাই ব্যাকফুটে চলে গেল ইয়েদুরাপ্পার পরিকল্পনা । ফলে আস্থা ভোটে নিশ্চিত জয়ী হলেও আগামী দিনে সরকারকে টিকিয়ে রাখতে অন্যের দল ফের ভাঙতে হবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty + eleven =