জেলা 

দিঘার সমুদ্রে জলের রং পাল্টে গেল কেন ? গবেষকরা চিন্তায় পড়েছে , গুরুত্ব দিয়ে বিষয়টি পরীক্ষা করছে বিশেষজ্ঞরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিঘার সমুদ্রের রং বদলে গেছে । সমুদ্রের জল হঠাৎ ঘোলাটে হয়ে গেছে । কিন্ত হঠাৎ সমুদ্রের জলের এই পরিবর্তনে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে সৈকত শহরে। একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছে অন্যদিকে আবার কৌতুহলী মানুষের ভিড়ও বেড়েছে দিঘাতে।

জানা যাচ্ছে, হঠাত করেই নীলচে জলের বদলে কেমন যেন কাদা-ঘোলাটে জল হয়ে গিয়েছে। শুধু কালো জল উঠে আসছে ক্রমশ উপরে। কেন হঠাত এমন ঘটনা ঘটল? আর সেই আতঙ্কেই সমুদ্রের জলে স্নান করতে নামছেন না কেউই। ইতিমধ্যে পুরো ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন এবং বিশেষজ্ঞদের একটি দল। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন গবেষকরা। তবে এভাবে জলের রং বদলানোর বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখছেন। দফায় দফায় জলের নমুনা নিচ্ছেন গবেষকরা। আজ শনিবারও বিজ্ঞানীরা সমুদ্রের জলের নমুনা নিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

কারণ তাঁদের মতে বিগত বছরগুলিতে এমন ঘটনা তাঁরাও দেখেননি দিঘাতে। তবে গবেষকদের প্রাথমিক ধারণা, সমুদ্রের জল এভাবে ঘোলাটে হয়ে যাওয়াটা মোটেই হালকা করে দেখার নয়। তবে কালো রং হওয়ার বিষয়টির ক্ষেত্রে বিজ্ঞানীদের দাবি, জলে বালির ও কাদার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। আর তাতেই এমন রং বদলেছে। যেভাবে দূষণ ঘটছে তাতে এমন ঘটনা আগামীদিনে আরও বাড়বে বলেই দাবি বিজ্ঞানীদের একাংশের।

আজ শনিবার এবং আগামীকাল রবিবার ছুটির দিন হওয়াতে আরও ভিড় বাড়বে বলে আশঙ্কা। আর সেজন্যে কোনও অঘটন যাতে না ঘটে, তারজন্য চলছে সতর্কতামূলক মাইকিং। ওল্ড থেকে নিউ, পুরো দিঘাতে সমুদ্রের জল হঠাৎ করে রং পরিবর্তন করেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − thirteen =