দেশ 

তৃতীয় বাঙালি সাংসদ হিসাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন অধীর চৌধুরি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাঙালি সাংসদ হিসাবে বিরোধী দলের নেতা হয়েছেন অধীর চৌধুরি । আবার বাঙালি সাংসদ আর একটি রের্কড তিনি করলেন । তিনি পিএসির চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন । বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী শুক্রবার আনুষ্ঠানিক ভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব গ্রহণ করলেন তিনি৷ এদিন অধীরবাবু এই পদ গ্রহণ করায় তৃতীয় কোনও বাঙালি সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন। উল্লেখ্য,সত্তরের দশকের গোড়ায় সংসদে পিএসি চেয়ারম্যান হয়েছিলেন সিপিএম নেতা জ্যোতির্ময় বসু এবং প্রবাদপ্রতীম সিপিআই নেতা হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকারের রাজস্ব ও ব্যয়ের হিসেব খতিয়ে দেখার দায়িত্ব সংসদের এই বিশেষ কমিটির উপর ন্যস্ত হয়। সংসদের তিনটি স্ট্যান্ডিং কমিটির অন্যতম পাবলিক অ্যাকাউন্টস কমিটি। অন্য দু’টি কমিটি হল যথাক্রমে এস্টিমেট কমিটি (ইসি) এবং কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস (সিওপিইউ)।রীতি অনুযায়ী, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে প্রধান বিরোধী দলের প্রার্থীকেই নিয়োগ করা হয়। বর্তমান লোকসভায় ৫২টি আসন পেয়ে কংগ্রেসই প্রধান বিরোধী দল হিসেবে গণ্য হয়েছে।

Advertisement

দেশের মোট লোকসভা আসনে দশ শতাংশ আসনেও না জেতায় প্রধান বিরোধী দলের মর্যাদা পায়নি কংগ্রেস। অধীর চৌধুরী লোকসভায় কংগ্রেসের নেতা নির্বাচিত হলেও খাতায়কলমে তিনি বিরোধী দলনেতা নন। নিয়ম অনুযায়ী বিরোধী দলনেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর পদ মর্যাদার সমতুল। অধীরবাবু বিরোধী দলনেতা না হওয়ায় ক্যাবিনেট মন্ত্রীর সমতুল মর্যাদা পাননি। কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদার সমতুল্য৷

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 + eighteen =