কলকাতা 

আমি তো দিতে চাই ! কোথায় পাব টাকা ? সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের পর প্রথম জেলা সফর হিসাবে বেছে নিয়েছিলেন উত্তর ২৪ পরগণাকে । এক সময়ের তৃণমূল আতুর ঘর হিসাবে পরিচিত এই জেলায় এখন বিজেপির বাড়বাড়ান্ত । জেলা সফরের প্রথম দিনেই তিনি বার্তা দিলেন , নতুন কোনো প্রকল্প আর নয় , চালু প্রকল্পগুলিকে যথাযথভাবে কার্যকর করা হবে । দলের জনপ্রতিনিধিসহ সরকারি আধিকারিকদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ।

আর এই কথোপকথন চলার সময়ে স্যাটের ঐতিহাসিক রায়ের খবর পান মুখ্যমন্ত্রী । স্যাট পরিস্কার বলেছে , কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে । এমনকি বকেয়া ডিএ আগামী ৬ মাসের মধ্যে পরিশোধ করতে হবে । এই খবর পরেই মুখ্যমন্ত্রী বলেন  ‘‘আগে  ২০০-৪০০ টাকায় চাকরি দেওয়া হয়েছে। এখন বেতন চেয়ে তাঁরাই বসে পড়ছেন। আমি তো দিতে চাই। কোথায় পাব টাকা?’’

Advertisement

কিন্ত আদালতের রায় নিঃসন্দেহে সরকারকে চাপে রেখেছে তার চেয়ে চাপে রেখেছে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন । আর প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার হতে না হতেই স্যাটের রায় যে বিপদ বাড়িয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই । সরকারি কর্মীদের বেতন বাড়ানো না হলে আগামী দিনে যে আরও সংকটে পড়বে মমতা সরকার তা বলাই বাহুল্য মাত্র ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + 20 =