কলকাতা 

নয়া বিজ্ঞপ্তি অনুসারে এক ধাক্কায় প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ল ৫২৮০ টাকা , শিক্ষক আন্দোলনের জেরেই বেতন বৃদ্ধি , বেতন কমিশন ছাড়া এক লপ্তে এত বেতন বৃদ্ধির নজীর নেই রাজ্যে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষকদের বেতন একধাক্কায় বেশ খানিকটা বাড়ছে । এখন থেকে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগ দিয়েই হাতে পাবেন ২৬,৭৯৬ টাকা। শিক্ষক আন্দোলনের জেরে এক ধাক্কায় ৫২৮০ টাকা বেতন বাড়ল । যা বেতন কমিশন ছাড়া আর কোনোভাবেই এক ধাক্কায় এতটা বাড়েনি ।

গতকালই প্রাথমিক শিক্ষকদের বেতন সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর। বিজ্ঞপ্তি থেকে জানাচ্ছে, এখন থেকে প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগ দিলে রাজ্য সরকারের তিন নম্বর বেতনক্রম অনুযায়ী বেতন মিলবে। সে-ক্ষেত্রে গ্রেড পে হবে ৩৬০০ টাকা। যা রাজ্য সরকারের আপার ডিভিশন ক্লার্কদের বেতনের সমতুল।

Advertisement

এত দিন প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ছিল ২৬০০ টাকা। মূল বেতনের ব্যান্ড পে ছিল ৬২৪০ টাকা থেকে। অগস্ট থেকে ব্যান্ড পে হবে ৭৪৪০ টাকা। অর্থ দফতরের হিসেব অনুযায়ী সদ্য চাকরিতে যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের বেতন ২১,৫১৬ টাকা থেকে বেড়ে ২৬,৭৯৬ টাকা হবে। বেতন বাড়বে ৫২৮০ টাকা।

নতুন হিসেব অনুযায়ী সদ্য যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরাই সব চেয়ে বেশি লাভবান হবেন। কারণ, তাঁরা চাকরিতে ঢুকেই চলে যেতে পারছেন পরের ধাপের বেতনক্রমে। কিন্তু পুরনো শিক্ষকদের বেতন নতুনদের তুলনায় কমই বাড়বে। যদি নতুন হারে বেতন দিতে গিয়ে পুরনো শিক্ষকের বেতন নতুনদের চেয়ে কমে যায়, সে-ক্ষেত্রে তাঁদের ‘পে-প্রোটেকশন’ পাওয়ার কথা বলে জানাচ্ছেন অর্থ ও শিক্ষা দফতরের কর্তারা।

অর্থ দফতরের কর্তারা জানাচ্ছেন, সরকার দু’নম্বর থেকে শিক্ষকদের নিয়ে গিয়েছে তিন নম্বর পে ব্যান্ডে। কিন্তু পুরনো শিক্ষকদের অনেকেরই ব্যান্ড পে ৭১০০ টাকার বেশি হয়ে গিয়েছে। ফলে তাঁদের ক্ষেত্রে শুধু গ্রেড পে-র অংশটুকুই বাড়ছে। এর ফলে পুরনো শিক্ষক-শিক্ষিকাদের মূল বেতন (ব্যান্ড পে ও গ্রেড পে মিলিয়ে) তেমন বাড়ছে না। এখন রাজ্য সরকারি কর্মীদের মোট বেতন মূল বেতনের ২.৪ গুণ। তার সঙ্গে যুক্ত হয় চিকিৎসা ভাতা। মূল বেতন বড় অঙ্কে না-বাড়লে মোট বেতন বাড়ার সুযোগ কম। মূল বেতন বেশি হওয়ায় এ বারের ইনক্রিমেন্ট ৩% ধরলে তাঁরাও কিছুটা উপকৃত হবেন বলে শিক্ষা দফতরের কর্তারা জানাচ্ছেন।

প্রাথমিক শিক্ষকেরা এই বর্ধিত বেতনের পরেই ষষ্ঠ বেতন কমিশনের সুযোগ পাবেন। সেখানে তাঁদের বেতন আরও বাড়তে পারে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − two =