কলকাতা 

ইতিহাস তৈরি করল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন সংঘবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে অনড় সরকারকে দাবি মানতে বাধ্য করল ; দাবি মানার পরেই ১৫ দিন ধরে চলা অনশন প্রত্যাহার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অবশেষে প্রাথমিক শিক্ষকদের দাবি মেনে নিল সরকার । ১৪ জন শিক্ষককে বদলী করার আদেশ প্রত্যাহার করা হবে বলে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে । একই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের দাবি মত আজ সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বাড়িয়ে করা হয়েছে ৩৬০০ । এই নির্দেশ আগামী ১ লা আগষ্ট থেকে কার্যকর হবে । ফলে টানা দু সপ্তাহ অনশন চালানোর পর প্রাথমিক শিক্ষকরাই শেষ পর্যন্ত সরকার নতি স্বীকার করতে বাধ্য করলেন ।

উল্লেখ্য বৃহস্পতিবার নজরুল মঞ্চে তৃণমূল শিক্ষক সভায় শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন , , ৩২০০ বা ৩৬০০ টাকার মধ্যে গ্রেড পে রাখার ভাবনা রয়েছে।এ জন্য তিন সদস্যের কমিটিও তিনি ঘোষণা করেন। তাঁদের রিপোর্ট অর্থমন্ত্রকে পাঠানো হবে বলেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বেতন বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল রাজ্য শিক্ষা দফতর।

Advertisement

এই ঘোষনা পর সল্টলেকের বিকাশ ভবনের সামনে অনশনরত উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা দাবি করেছিলেন গ্রেড পে বৃদ্ধির কথা মুখে বললে হবে না তা লিখিতভাবে সরকারকে জানাতে হবে  । শিক্ষামহল থেকে রাজনৈতিক মহল। কাজেই সরকারের ওপর বাড়তে থাকে চাপ। অবশেষে শুক্রবার প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবির আমরন অনশনে নতিস্বীকার করতে হল মমতা সরকারকে।

সরকারের এই সিদ্ধান্ত আসলে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের ফল । একটানা দু সপ্তাহ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সরকার দাবি মেনে নিতে বাধ্য হল । আজ শুক্রবার অনশনরত প্রাথমিক শিক্ষকদের মঞ্চে হাজির হয়েছিলেন বিশিষ্ট অভিনেত্রী অপর্ণা সেন । তারপরেই বিজ্ঞপ্তি জারির খবর আসে । সঙ্গে সঙ্গে অনশন প্রত্যাহার করে নেয় উস্তির সদস্যরা । আন্দোলনের জয় হওয়ায় তাদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায় ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + 3 =