দেশ 

কুমারস্বামীর শপথ নেওয়া আটকাতে হিন্দু মহাসভার পিটিশনের দ্রুত শুনানির আরজি খারিজ করল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজডেস্কঃ কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর শপথ নেওয়া আটকাতে হিন্দু মহাসভার পিটিশনের দ্রুত শুনানির আরাজি খারিজ করল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, দ্রুত শুনানি সম্ভব নয়। যথা সময়েই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, বিজেপি নেতা বিএস ইয়েদদুরাপ্পা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা জেডিএস নেতা এইচডি কুুুুমারস্বামীকে সরকার গড়তে আমন্ত্রণ জানান। রাজ্যপালের নির্দেশে আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা রয়েছে কুমারস্বামীর। রাজ্যপালের এই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করে ও কুমার স্বামীকে সরকার গড়তে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তকে  চ্যালেঞ্জ করে  সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু মহাসভা। রাজ্যপালের কুমারস্বামীকে সরকার গড়ার জন্য আমন্ত্রণের বিরুদ্ধে তাদের দায়ের করা পিটিশনের আগেভাগে শুনানি চেয়েছিল হিন্দু মহাসভা। কিন্তু সুপ্রিম কোর্ট আজ সেই আরজি খারিজ করে দিয়ে জানায় যথা সময়েই শুনানি হবে। ফলে কংগ্রেস-জেডিএস বিরোধীদের আবারও একবার মুখ পুড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

One Thought to “কুমারস্বামীর শপথ নেওয়া আটকাতে হিন্দু মহাসভার পিটিশনের দ্রুত শুনানির আরজি খারিজ করল সুপ্রিম কোর্ট”

  1. saifuddin gain

    পৃথিবীতে এত নির্লজ্জ সংগঠন আর দ্বিতীয় আছে বলে মনে হয় না ।

Leave a Comment

3 × one =