দেশ 

একসঙ্গে তিন তালাক দিলে পুরুষের জেল এ সংক্রান্ত বিল পাশ লোকসভায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনর ডেস্ক :  এক সঙ্গে তিন তালাক দেওয়া ফৌজদারী অপরাধ বলে এবার থেকে গণ্য হবে । আজ সংসদে পাশ হয়ে গেল এই বিল । এই বিল অনুসারে তিন তালাক দেওয়ার অপরাধে এক পুরুষের কারাদণ্ড হতে পারে।

এক সঙ্গে তিন তালাক বলে ডিভোর্স দেওয়ার রীতি ইসলাম ধর্মে নেই । এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট রায়েও উল্লেখ্য করেছে । তাই তিন তালাক বন্ধ করার জন্য এই বিলে শাস্তির সংস্থান রাখা হয়েছে।  এদিন বিল পাশ হওয়ার আগে যে বিতর্ক চলছিল, সেইসময় ওয়াক আউট করে নীতিশ কুমারের জনতা দল। তাদের দাবি, এই বিল আইনে রুপান্তর হলে সমাজে স্বামী-স্ত্রীর মধ্যে আস্থা কমবে ।

Advertisement

মুসলিম উওমেন বিল এনে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, এর মাধ্যমে নারী-পুরুষের সমান অধিকার প্রাধান্য পাবে। তিনি আরও বলেন, পাকিস্তান, মালয়েশিয়া সহ বিশ্বের ২০টি দেশ যদি তিন তালাক নিষিদ্ধ করতে পারে, তাহলে আমরা পারব না কেন?’

বিরোধীদের দাবি, একটি পার্লামেন্টারি কমিটি তৈরি করে বিরোধীদের নিয়ে আলোচনা করা দরকার ছিল। কেন এত তাড়াতাড়ি এই বিল পাস করানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম বিল যেটা লোকসভায় পেশ করা হয়। এই বিলকে বারবার মুসলিম-বিরোধী বলে উল্লেখ করেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।

এদিন ৩০৩ ভোটে পাস হয় তিন তালাক সংক্রান্ত এই বিল। এই বিল পাস করানোর প্রতিবাদে লোকসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেসও। বিলের বিরুদ্ধে ভোট দেন ৮২ জন সাংসদ। তৃণমূল কংগ্রেসও এর বিরোধিতা করেছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × three =