জেলা 

সৌমিক হোসেনকে ডোমকল পুরসভার চেয়ারম্যান থেকে অপসারিত করা হল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের পুরসভার চেয়ারম্যান থেকে অপসারিত করা হল সৌমিক হোসেনকে । আজ বৃহস্পতিবার আস্থা ভোট হয় ডোমকল পুরসভায় । এই সভায় ২১ জন কাউন্সিলারের মধ্যে ১৫ জন উপস্থিত ছিলেন তারা সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়ে ডোমকল পুরসভার চেয়ারম্যান পদ থেকে সৌমিক হোসেনকে সরিয়ে দেন । এদিনে সভায় চেয়ারম্যান সৌমিক হোসেন উপস্থিত ছিলেন না ।

  জুলাই সোমবার ডোমকল পুরসভার ১৩ তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন। নোটিশের ১৫ দিনের মধ্যে সভা ডাকার কথা থাকলেও সৌমিক হোসেন তা না করায় উপপ্রধান প্রবীর চাকি দিনের নোটিশে বৃহস্পতিবার সভা ডাকেন।বৃহস্পতিবারের ২৫ জুলাইয়ের সভায় হাজির ছিলেন ১৫ জন তৃণমূল কাউন্সিলর। সবাই সৌমিক হোসেনের বিরুদ্ধে ভোট দেন। কিন্তু এই তলবী সভায় ছিলেন না চেয়ারম্যান সৌমিক হোসেন সহ কাউন্সিলর।

Advertisement

সৌমিক হোসেন প্রচন্ড অহংকারী ছিলেন এবং ধরা সরাজ্ঞান করতেন বলে অভিযোগ । তিনি কাউকে মানতেন না। মানুষকে পরিষেবার না দেওয়ার অভিযোগ করেছিলেন তাঁরা। কাউন্সিলরদের একাংশের অভিযোগ সীমাহীন দুর্নীতিতে যুক্ত সৌমিক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + fourteen =