কলকাতা 

নির্বাচনে বেলাগাম খরচ নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে নির্বাচনী সংস্কারের ফের দাবি জানালেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নির্বাচনী সংস্কার নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।এবারের চিঠিতে ভোটে বেলাগাম খরচ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন নির্বাচনী সংস্কারের প্রয়োজন।

এপ্রসঙ্গে সর্বদল বৈঠকের আর্জিও জানিয়েছেন তিনি। নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতি রুখতেই এই প্রচেষ্টার প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এবারের নির্বাচনে সরকারি এবং বেসরকারি পর্যায় মিলিয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। যার বেশির ভাগটাই করেছে বিজেপি। এমনটাই মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এব্যাপারে মুখ্যমন্ত্রী সেন্টার ফর মিডিয়া স্টাডিজের রিপোর্টের কথা উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে তিনি এর আগেও সরব হয়েছেন। এবার তিনি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। বলেছেন, সারা বিশ্বে প্রায় ৬৫ টি দেশে সরকারি সহায়তায় নির্বাচন হয়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এব্যাপারে সিদ্ধান্ত না নিলে, ২০২৪এ- দেশে নির্বাচনী খরচ একলক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে
দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী দেশের অস্ত্র কারখানাগুলির বেসরকারিকরণের প্রতিবাদ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 − 1 =