জেলা 

হিটলারের মতোই পরিণতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল নেত্রীকে তোপ সুজনের

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত ভোটে বড়সড় বিপর্যয়ের পর এবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুললেন বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। ব্যারাকপুরে এসএফআইয়ের ডাকে ছাত্র যুব উৎসবে যোগ দিয়ে তিনি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, তৃণমূল নেত্রীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হিটলারের মতোই। জার্মানের এই প্রাক্তন রাজনীতিবিদ চেয়েছিলেন ১০০ শতাংশ আসন নিজের করায়ত্ত করতে। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যকে বিরোধীশূন্য করতে চাইছেন। হিটলার তাঁর কূটনৈতিক চালে ৯৯ শতাংশ আসনে জয়ী হয়েছিলেন। হিটলারকে অনুকরণ করেই এবারের পঞ্চায়েত নির্বাচনেও মমতার দল ৯৫ শতাংশ আসনে জয়ী হয়েছে। কিন্তু মনে রাখতে হবে হিটলারের বিপুল জয়ের পরই তার পতন অনিবার্য হয়েছিল। একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতিও হিটলারের মতোই হবে। পতন ঘটবে মমতার সাম্রাজ্যের পতন ঘটবে।

সুজন চক্রবর্তী এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কর্ণাটক সফরের সমালোচনা করে বলেন, ‘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কর্ণাটক যাচ্ছেন। তিনি বিভিন্ন সময়ে বলেছেন, কর্ণাটকে গণতন্ত্রের জয় হয়েছে। কিন্তু বাংলায় কী হয়েছে? তাঁর প্রশ্ন সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কী হয়েছে, সে কথা কি মুখ্যমন্ত্রী বলবেন কর্ণাটকে গিয়ে?’ রাজ্যে গণতন্ত্র হত্যা হয়েছে বলে মন্তব্য করে সুুজন বলেন, এখন লুম্পেনদের নেতৃত্বে চলছে রাজ্য। আর তাদের মাথায় রয়েছে শাসকদলের হাত। রাজ্যের পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে বাম নেতা তাঁকে হিটলারের সঙ্গে তুলনা করেন এদিন। তিনি বলেন, ‘হিটলারও চেয়েছিলেন ১০০ শতাংশ জয় পেতে। তবে ৯৯ শতাংশ আসনে জয় পেয়েছিলেন। সেই তুলনায় পিছিয়ে নেই তৃণমল নেত্রীও। তাঁকে অনুকরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ও সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে ৯৫ শতাংশ আসনে জয় তুলে নিয়েছেন।’ এ প্রসঙ্গে মমতাকে উদ্দেশ্য করে সুজন চক্রবর্তী বলেন, হিটলারের পরিণতি মনে আছে তো আপনার? সেই পরিণতির দিকে নজর রাখুন।’

Advertisement

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six − two =