কলকাতা 

পার্শ্ব-শিক্ষকদের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীকে ৫০ হাজার চিঠি পাঠাবে পার্শ্ব-শিক্ষক ঐক্য মঞ্চ

শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পার্শ্ব-শিক্ষকদের সমস্যার আসু সমাধানের জন্য এবার সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করার জন্য অভিনব আন্দোলন কর্মসূচি নিতে চলেছে পার্শ্ব-শিক্ষক মঞ্চ। এবার তারা সরাসরি তাদের সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৫০ হাজার চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।তাঁদের অভিযোগ রাজ্য সরকার তাদের প্রতি সুবিচার করছে না। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের সমস্যার হাল করবেন। কিন্ত আজ পর্যন্ত সমস্যার কোন সুরাহা হয়নি। শুধু তাই নয়,আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী ঘোষনা করেছিলেন,পার্শ্ব-শিক্ষকদের বেতন বাড়ানে হবে। তিনি বলেছিলেন,প্রাথমিকে ১০ হাজার,উচ্চ-প্রাথমিকে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে। কিন্ত আজ পর্যন্ত তার নোটিফিকেশন হল না। তাই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করার জন্য তারা এই পত্র আন্দোলন করতে চলেছে বলে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ জানিয়েছে। সংগঠনের পক্ষে ভগীরথ ঘোষ সংবাদ-মাধ্যমের কাছে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার পার্শ্বশিক্ষকদের বেতন কাঠামোয় সমতা এনে অভিন্ন বেতন কাঠামো তৈরি নির্দেশ দিয়েছে এবছর। কিন্ত দেশের ২৯ রাজ্যের মধ্যে ২৮ টি রাজ্য অভিন্ন বেতন কাঠামো ঘোষণা করতে রাজি হলেও পশ্চিমবঙ্গ রাজী নয় বলে ভগীরথবাবু অভিযোগ করেছেন। তিনি আরও বলেছেন,পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের এই প্রস্তাব গ্রহণ না করায়  এসএসএ ও আরএমএসএ -এর শিক্ষকদের বেতন ছাড়া  আর অন্য কোন খাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করবে না। এর ফলে এরাজ্যের পার্শ্ব-শিক্ষকদের সংকট আরও ঘনীভূত হল বলে ভগীরথবাবু অভিযোগ করেন। তাই তাঁদের কাছে আন্দোলন করা ছাড়া আর কোন পথ খোলা নেই বলে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের নেতারা মনে করছেন। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বে এখনও পার্শ্বশিক্ষকদেন নয়া বেতন কার্যকরী না হওয়ায় শিক্ষক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।


শেয়ার করুন
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × two =