দেশ 

মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ভাঙতে গিয়ে বিজেপি দল ভাঙনের মুখে !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কর্নাটকে ‘অপারেশন কমল’-এর সাফল্যের পর মধ্যপ্রদেশে তা কাজে লাগানোর কথা বলে যাচ্ছিলেন কয়েকজন বিজেপি নেতা ।এমনকি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বলেছিলেন, কর্নাটকের মতো মধ্যপ্রদেশেও সরকার ভাঙার কোনও চেষ্টা করবে না বিজেপি। তবে কংগ্রেসের ভিতরের লড়াইয়েই সরকার পড়ে যাবে। তেমন হলে বিজেপির ‘কিছু করার নেই’। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির গোপাল ভার্গব আজ আরও সুর চড়িয়ে বলেন, ‘‘আমাদের দলের ‘এক নম্বর’ ও ‘দুই নম্বর’ নির্দেশ দিলে কমল নাথের সরকার ২৪ ঘণ্টাও টিকবে না।’’ তার ইঙ্গিত নরেন্দ্র মোদী ও অমিত শাহের দিকে।

কিন্ত কংগ্রেস মুখ্যমন্ত্রী কমলনাথ চুপচাপ ছিলেন । শেষ পর্যন্ত তিনি যে চাল দিলেন সেই চালে বিজেপি কুপোকাৎ হয়ে গেছে । বিজেপি দলই ভাঙতে চলেছে বলে খবর পাওয়া গেছে । যদি বিজেপি দল না ভাঙতে পারেন কমলনাথ তাহলেও বিজেপির বেশ কয়েকজন বিধায়ক যে গোপনে কমলনাথের সঙ্গে আছেন তা প্রকাশ্যে চলে এসেছে । আর এই ঘটনায় বিজেপি দলে চাঞ্চল্য দেখা দিয়েছে ।

Advertisement

কংগ্রেস নেতা জিতু পাটোয়ারি বলেন, ‘‘কমল নাথ কর্নাটকের কুমারস্বামীর মতো নন। মধ্যপ্রদেশে বিজেপি নেতারা যদি ঘোড়া কেনাবেচার চেষ্টা করেন, তা হলে ওঁদের সাত বার জন্ম নিতে হবে।’’

কর্নাটকের পাশাপাশি কংগ্রেস-শাসিত মধ্যপ্রদেশ ও রাজস্থানের উপর অনেক দিন ধরেই নজর রয়েছে বিজেপির। মধ্যপ্রদেশে সরকার সুতোর উপরে দাঁড়িয়ে। রাজ্যের ২৩১ টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৬ জনের সমর্থন। কংগ্রেসের বিধায়ক ১১৪ জন। এসপি-র ১, বিএসপি-র ২, চার জন নির্দল নিয়ে ১২১ জনের সমর্থন রয়েছে কমল নাথের দিকে। আর বিজেপির রয়েছে ১০৮ জন বিধায়ক।

ওই রাজ্যগুলিতে কংগ্রেস সরকার গড়ার পর থেকেই বিজেপি দাবি করে আসছে, কংগ্রেসে ভাঙন ধরবে। সরকার পড়ে যাবে। কিন্তু কমল নাথও শুরু থেকেই বলে আসছিলেন, বিজেপির নেতারা কংগ্রেসে আসতে রাজি। তাই আজকের ঘটনার পরে অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী যদি

শুধু এই দুই বিধায়ককেই কংগ্রেসে নিয়ে এসে জিতিয়ে আনতে পারেন, তা হলে দল একার জোরেই সংখ্যাগরিষ্ঠতা পাবে। মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতা বলেন, ‘‘এ তো সবে শুরু। কংগ্রেসের সরকারের দিকে বিজেপি কু-নজর দিলে তাদের দলেই আরও ভাঙন ধরবে।’ 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × five =