কলকাতা 

গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে , দক্ষিণবঙ্গে ৪৮ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছে গরম। এই অবস্থায় মঙ্গলবার বেশ কিছুটা স্বস্তির খবর শোনায় আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়, চলতি সপ্তাহেই বৃষ্টি হতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আর তা সেটি ক্রমশ শক্তি পাকাচ্ছে।

আর তার জেরে ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘন্টায় এই ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাত চলছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টিপাত।

Advertisement

আজ বুধবার সকাল থেকেই গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। ক্রমশ বাড়ছে গরমে। এই অবস্থায় হাওয়া অফিসের পূর্বাভাসে কিছুটা হলেও স্বস্তির সন্ধান সাধারণ মানুষের। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় এবং তাপমাত্রা বেশি হওয়ায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। মঙ্গলবার এই বৃষ্টিপাত হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + 1 =