দেশ 

বেসরকারি সংস্থায় রাজ্যের ভূমিপুত্ররাই ৭৫ শতাংশ চাকরি পাবে বলে বিল পাশ ! স্বাধীন ভারতে প্রথম কোন রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিল তা জানতে চান ? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বেসরকারি চাকরির ক্ষেত্রে ৭৫ শতাংশই অন্ধপ্রদেশের ভূমিপুত্রের জন্য সংরক্ষণ করলেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি । ভারতে এই প্রথম কোনও রাজ্যে বেসরকারি চাকরি ক্ষেত্রে এই নিয়ম চালু হল। সোমবার এ বিষয়ে একটি বিল পাশ হয়েছে অন্ধ্রপ্রদে‌শ বিধানসভায়। যার নাম- ‘অন্ধ্রপ্রদেশ এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস ইন ইন্ডাস্টিজ/ ফ্যাক্টরিজ অ্যাক্ট, ২০১৯’।

সোমবার অন্ধ্র বিধানসভায় বিলটি পেশ করার সময় মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, অন্তত আগামী তিন বছরের জন্য বেসরকারি কর্মক্ষেত্রে এই সংরক্ষণ চালু করতে চাইছে সরকার। এ ব্যাপারে বেসরকারি শিল্পোদ্যোগীদের তিনি রাজি করাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন।

Advertisement

ওই বিলে বলা হয়েছে, রাজ্যের বেসরকারি শিল্পক্ষেত্রে, কল-কারখানায়, কোনও যৌথ শিল্পোদ্যোগ বা সরকারি ও বেসরকারি, যৌথ অংশীদারিত্বের (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা ‘পিপিপি’) যাবতীয় শিল্পোদ্যোগেই এ বার ৭৫ শতাংশ চাকরি দিতে হবে ভূমিপুত্রদেরই।

ওই বিলে আরও বলা হয়েছে  ভূমিপুত্রদের নিয়োগের সময় যদি দক্ষতা ও যোগ্যতা নিয়ে সংশয় থাকে, তা হলেও তাঁদের বাতিল করা চলবে না। প্রয়োজন হলে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে ভূমিপুত্রদেরই চাকরিতে নিয়োগ করতে হবে বেসরকারি সংস্থাগুলিকে। সেই প্রশিক্ষণ দিতে হবে । আর এ বিষয়ে কোনো সংস্থা চাইলে রাজ্য সরকারকে গোটা বিষয়টি জানাতে পারে। তাতে রাজ্যের তরফে যতটা সহায়তা দেওয়ার প্রয়োজন, সরকার তা দেবে। ফলে, কোনও দক্ষতা বা যোগ্যতার অভাব, কোনও অজুহাতেই ভূমিপুত্রদের নিয়োগ বাতিল করা যাবে না।

এদিকে গত ৯ জুলাই মুখ্যমন্ত্রী কমল নাথ ঘোষণা করেন, তিনিও রাজ্যে বেসরকারি কর্মক্ষেত্রে ৭০ শতাংশ চাকরি ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের কথা ভাবছেন। গত ডিসেম্বরের রাজ্য বিধানসভা ভোটের প্রচারে তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven − 4 =