কলকাতা 

বিরোধী রাজনৈতিক দলের পর এবার বুদ্ধিজীবীদেরও সমর্থন পেল অনশনকারী শিক্ষকরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ১৪ জন শিক্ষককে অনৈতিকভাবে বদলী করার বিরুদ্ধে এবং পিআরটি স্কেলে বেতন দেওয়ার দাবিতে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেনের প্রাথমিক শিক্ষকদের অনশন আজ  ১১ দিনে পড়ল। গতকাল সোমবার এই অনশন মঞ্চে যান বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন । তিনি শিক্ষকদের এই অনশন কর্মসূচিকে সমর্থন করেন । তাদের দাবি-দাওয়ার যৌক্তিকতাকে মেন নেন ।

অন্যদিকে গতকালই সংগঠনের নেত্রী পৃথা বিশ্বাসও অনশন  মঞ্চে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে পারমিতা বড়ুয়া নামে অন্য এক অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও বিধাননগর স্টেট জেনারেল হাসপাতেলে নিয়ে যাওয়া হয়। পরে বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হলে তিনি ফের অনশনে বসেন।

Advertisement

এদিকে , প্রাথমিক শিক্ষকদের এই অনশনে ক্রমশই ব্যকাফুটে চলে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বুদ্ধিজীবীদের একাংশের সমর্থন পাচ্ছে তারা । ফলে আন্দোলন আরও তীব্র হলে মুখ পুড়বে মমতা সরকারেরই ।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + 18 =