কলকাতা 

২৯ জুলাই পর্যন্ত রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারকে ২৯ জুলাই পর্যন্ত সিবিআই গ্রেফতার করতে পারবে না বলে সোমবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ।ফলে সারদা চিটফান্ড মামলায় কিছুটা স্বস্তি পেলেন রাজীব কুমার। তবে জেরা থেকে রেহাই মিলছে না। তদন্তের স্বার্থে তাঁকে একাধিকবার ডেকে জেরা করতে পারবে সিবিআই। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। তার আগে পর্যন্ত গ্রেফতারির কোনও আশঙ্কা থাকল না রাজীব কুমারের।

গত কয়েকমাস ধরেই সারদাকাণ্ডের তদন্তে কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন চলছে। লোকসভা ভোটের আগে রাজীব কুমারের সরকারি বাসভবনে হাজির হয়ে জেরা করতে চেয়েছিল সিবিআই। প্রতিবাদে সেদিন কলকাতার মেয়ো রোডে অবস্থান বিক্ষোভে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বেশ কয়েকদিন ধরে চলেছিল সেই অবস্থান বিক্ষোভ। শেষে সুপ্রিমকোর্ট থেকে রাজীব কুমারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ আনা হয়।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 + 15 =