কলকাতা 

রবিবার সন্ধ্যায় কলকাতার বিজয়গড়ে টেলি-সিরিয়াল অভিনেত্রী শ্লীলতাহানীর শিকার ; তদন্তে পুলিশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :গতকাল রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার জনবহুল রাস্তায় শ্লীলতাহানির শিকার হলেন টলিউডের এক নায়িকা । ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার বিজয়গড়ে ।

বাপুজি নগরের বাসিন্দা ওই টেলিসিরিয়াল অভিনেত্রী রূপান্বিতা দাস তাঁর অভিযোগে জানান, রবিবার সন্ধ্যায় তিনি তাঁর শুটিংয়ের পর একটি ক্যাফেতে যাচ্ছিলেন। সেই সময় একটি বাইক তাঁর দিকে এগিয়ে আসে। ওই তরুণীর অভিযোগ, বাইকের চালক তাঁর গায়ে হাত দেয়। তাঁর শ্লীলতাহানি করে। ওই অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি চিৎকার করে ওই বাইক আরোহীকে তাড়া করেন। কিন্তু বাইকটি মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।

Advertisement

সোমবার ওই অভিনেত্রী বলেন, ‘‘ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। ১০ নম্বর পুকুরপাড় এলাকায়।’’ নিগৃহীতা ঘটনার বিবরণ দিতে গিয়ে ফোনে বলেন,‘‘কয়েক মিনিটের মধ্যে দেখি ফের ওই বাইকটা ফিরে আসছে। লালকালো বাইক। চালকের পরণে ছিল সাদাসবুজ ডোরা কাটা টি শার্ট।ওই অভিনেত্রী জানান, তিনি ওই বাইকটির নম্বর প্লেটের শেষ চারটি সংখ্যা লিখে নেন। তারপরেই স্থানীয় যুবকদের ঘটনাটি জানান।

অভিনেত্রী এর পরই যাদবপুর থানায় যান অভিযোগ জানাতে। তাঁর অভিযোগ,পুলিশে অভিযোগ জানাতে গিয়ে প্রথমে রীতিমতো অসহযোগিতার মুখে পড়তে হয় তাঁকে। সোমবার তিনি বলেন,‘‘আমাকে থানার অফিসার বলেন, একটা ছবি তুলতে পারেননি বাইকটার?” যদিও পুলিশের দাবি, তাঁরা অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছেন। সোমবার তাঁরা ফের এক দফা অভিযোগকারিণীর সঙ্গে কথা বলেন। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 4 =