দেশ 

‘‘দেশভাগের সময় পাকিস্তান চলে গেলে এ ভাবে শাস্তি পেতে হত না মুসলিমদের। আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান যাননি কেন? আজ তার খেসারত দিতেই হবে আমাদের।’’ গরু চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় প্রতিক্রিয়া আজম খানের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত শুক্রবার গরু চোর সন্দেহে বিহারের বানিয়াপুরে তিনজনকে পিটিয়ে মেরে ফেলে একদল লোক । বিজেপির জোট শাসিত রাজ্যে এই ধরনের ঘটনায় দেশজুড়ে প্রতিক্রিয়া দেখা যায় । বিশেষ করে নীতিশ কুমার যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যে দিনের বেলা গরু চোর সন্দেহে পিটিয়ে মারা নিঃসন্দেহে উদ্বেগ সৃষ্টি করেছে সচেতন নাগরিকদের ।

আর তা নিয়েই , সংবাদমাধ্যমে বিবৃতি দেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। বিশেষত সংখ্যালঘুদেরই বার বার নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। আজম খান বলেন, ‘‘দেশভাগের সময় পাকিস্তান চলে গেলে এ ভাবে শাস্তি পেতে হত না মুসলিমদের। আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান যাননি কেন? আজ তার খেসারত দিতেই হবে আমাদের।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘মৌলানা আজাদ, জওহরলাল নেহরু, সর্দার পটেল, বাপুকে জিজ্ঞাসা করুন। ওঁরা মুসলিমদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ১৯৪৭-এ দেশ ভাগ হয়ে গেলেও, আজও মাথা উঁচু করে বাঁচার সুযোগ পায়নি মুসলিমরা। আজও শাস্তি ভোগ করছি আমরা।’’

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − twelve =