কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

জমাটি আড্ডায় বাংলাদেশের ড.মাহফুজুর রহমান আখন্দ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  ২০১৯ শনিবার সন্ধ্যায় কবিতা, গান, গল্পগাথায় জমে উঠলো শহরের অবিনাস চৌধুরী লেনের সাহিত্য আড্ডা। বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রির বিভাগীয় প্রধান তথা বিশিষ্ট সাহিত্যিক ড. মাহফুজুর রহমান আখন্দের সম্মানে বিশিষ্ট নাট্যকার ও সাহিত্যিক জয়ন্ত রসিকের লাইব্রেরি কক্ষে আয়োজিত ওই সাহিত্য আড্ডার সূচনা হয় শিল্পী রিক্তা মন্ডলের উদ্বোধনী সঙ্গীত দিয়ে। এদিন এক ঝাঁক সাহিত্য পাগলের আন্তরিক আহ্বানে ড. আখন্দের সাথে আড্ডাকে সমৃদ্ধ করেন বাংলাদেশের নামী কবি আলমগীর কবীর হৃদয় এবং স্থানীয় কথাশিল্পী পিনাকী বসু, ভাষা গবেষক ‘একুশের ভাবনার’ সম্পাদক বদরুদ্দোজা হারুন ও ‘ইদানীং’সাহিত্য পত্রিকার সভাপতি সবিতা বেগম।

দুই বাংলার সাহিত্য সমন্বয় বিষয়ক প্রাঞ্জল আলোচনার পাশাপাশি এদিন পরিবেশিত ভিন্ন ভিন্ন আঙ্গিকের একগুচ্ছ স্বরচিত কবিতা, একটি গল্প, দুটি নিবন্ধ আড্ডাকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। কবিতায় অংশ নেন ড. মনোরমা পোল্ল্যে, পিনাকী বসু, অপর্না হালদার, শান্তিদেব ভট্টাচার্য, শোভা মন্ডল, আশিষ কুমার গায়েন, তপতী গোস্বামী, আলমগীর কবীর হৃদয়, বদরুদ্দোজা হারুন এবং আড্ডার মধ্যমনি মাহফুজুর রহমান আখন্দ।

Advertisement

‘আগে পড় পরে লেখ’ রসগল্প পাঠ করেন সবিতা বেগম, বর্ধমান মেমারী থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা ‘জিরো পয়েন্ট’ পত্রিকার প্রয়াত সম্পাদক সেখ আনসার আলীর স্মরণে লেখা মর্মস্পর্শী নিবন্ধ ‘মন মাঝি সেখ আনসার আলী ‘ পাঠ করে শোনান গল্পকার শেখ আব্দুল মান্নান এবং, ‘পরিবেশ দূষন’ শীর্ষক একটি মনোগ্রাহী নিবন্ধ পাঠ করেন সমাজ সচেতন ব্যক্তিত্ব বিমলেন্দু হালদার। এদিন আড্ডার পরিসমাপ্তি হয় সুরকার গীতিকার জয়ন্ত রসিকের উদাত্ত কন্ঠে পরিবেশিত দেশাত্মবোধক সঙ্গীত ‘বাংলা আমার মা, বাংলার নেইক তুলনা’ এবং আড্ডার মধ্যমনি মাহফুজুর রহমান আখন্দের স্বরচিত সুরারোপিত বাংলাদেশের প্রান্তজ মানুষের গান ‘বিল্লু চল মাছ মারবার যাও’ পরিবেশনের মধ্যে দিয়ে।

 

প্রচ্ছদের ছবি : বামদিক থেকে ড. মাহফুজুর রহমান , নাট্যকার জয়ন্ত রসিক , শোভা মন্ডল

ছবি ২ : বামদিক থেকে বদরুদ্দোজা হারুণ , জয়ন্ত রসিক , ড. মাহফুজুর রহমান আখন্দ , শেখ আবদুল মান্নান , বিমলেন্দু হালদার এবং নিচে ডানদিক থেকে রিক্তা মন্ডল , অপর্ণা হালদার , সবিতা বেগম , শোভা মন্ডল , মনোরমা পোল্ল্যে ও আলমগীর কবীর হৃদয় ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × four =