দেশ 

মোদীজির সাংসদ পদ খারিজের আবেদন এলাহাবাদ হাইকোর্টে , প্রাক্তন বিএসএফ জওয়ানের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে নোটিশ পাঠাল আদালত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরবে ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংসদ পদ খারিজ করার আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করলেন প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চেয়েছিলেন তিনি ।ওই কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর। কিন্তু মনোনয়ন পত্র জমা দেওয়ার পরেই সেটা খারিজ করে দেন রিটার্নিং অফিসার। তারপরেই আর প্রার্থী হওয়া হয়নি তেজ বাহাদুর যাদবের। এইরআবেদন এলাহাবাদ হাইকোর্ট গ্রহণ করেছে এবং প্রধানমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছে ।

ভোটে দাঁড়াতে না পেরে আদালতের দ্বারস্থ হন তিনি। অনৈতিক ভাবে তাঁর মনোনয়ন পত্র খারিজ করা হয়েছে বলে অভিযোগ করে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন তেজ বাহাদুর যাদব। এবং মোদীর সাংসদ পদ খারিজ করার আবেদন জানান তিনি। সেই মামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোটিস পাঠাল এলাহাবাদ হাইকোর্ট।

Advertisement

বিএসএফের নিম্ন মানের খাবারের ভিডিও ফেসবুকে পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছিলেন তেজবাহাদুর যাদব। তার পরে যদিও তাঁকে অপসারিত হতে হয় বিএসএফ থেকে।

এমনকী তাঁর বিরুদ্ধে যে অপরাধ মূলক ধারায় মামলা চলছিল সেগুলি খারিজ হয়ে যাওয়ায় প্রমান পত্র তিনি দেখাতে পারেননি বলে দাবি করা হয়। তেজবাহাদুর যাদব আদালতে অভিযোগ জানিয়েছেন তাঁকে কোনও রকম সুযোগ দেওয়া হয়নি। মামলার পরবর্তী শুনানি ২১ অগস্ট ধার্য করা হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten + 9 =