দেশ 

ইন্দিরা গান্ধীর কায়দায় আন্দোলনে নামলেন প্রিয়াঙ্কা গান্ধী সোনভদ্রে মৃত ১০ জনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের হাতে আটক ; “পীড়িত পরিবারগুলোর সঙ্গে শুধু দেখা করতে চেয়েছিলাম।” : প্রিয়াঙ্কা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :ইন্দিরা গান্ধীর কায়দায় আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন প্রিয়াঙ্কা গান্ধী । আজ প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল উত্তরপ্রদেশের সোনভদ্র গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে  গুলিতে মৃত ১০ জনের পরিবারের সঙ্গে দেখা করার জন্য যাওয়ার সময় মির্জাপুরে প্রিয়াঙ্কাকে আটক করে উত্তরপ্রদেশের পুলিশ । সেই প্রিয়াঙ্কা দলবল নিয়ে রাস্তায় বসে পড়েন ।

উল্লেখ্য, গত বুধবার উত্তরপ্রদেশের সোনভদ্র গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১০ জনের। আহত হন অনে‌কে। শুক্রবার সকালে বারাণসীতে যান প্রিয়ঙ্কা। সেখানে সোনভদ্রের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। তার পর তিনি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ওই গ্রামের উদ্দেশে রওনা দেন। কিন্তু পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে। গ্রামে কোনও রকম জটলা করা যাবে না এই নির্দেশিকা আগেই জারি করেছিল প্রশাসন। প্রিয়ঙ্কা যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement

কেন তাঁকে বাধা দেওয়া হল এই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন প্রিয়ঙ্কা। সাংবাদিকদের এ প্রসঙ্গে তিনি বলেন, “পীড়িত পরিবারগুলোর সঙ্গে শুধু দেখা করতে চেয়েছিলাম। আমার ছেলের বয়সী একটি ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।”

এর  পরই তাঁর প্রশ্ন, কোন আইনের ভিত্তিতে আমাকে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না? এ বিষয়ে নির্দেশিকাও দেখতে চান তিনি। রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও যোগী আদিত্যনাথের সরকারকেও তীব্র আক্রমণ করেন প্রিয়ঙ্কা। তিনি বলেন, “বিজেপি শাসিত এই রাজ্যে অপরাধীদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। দিনেদুপুরে হত্যা করছে। আর এটা ঘটেই চলেছে। সোনভদ্রের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ রকম নৈরাজ্য দেখেও প্রশাসন ও মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন। এটা কি রাজ্যকে অপরাধমুক্ত করার নমুনা?”

উল্লেখ্য , ১৯৭৭ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পর যেখানে অশান্তি সেখানে ছুটে যেতেন । পুলিশ বাধা দিলে রাস্তায় বসে পড়তেন । আর ইন্দিরা আটক করা হলে দেশজুড়ে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে পড়তেন । ফলে হারিয়ে জনপ্রিয়তা মাত্র তিন বছরের মধ্যে ইন্দিরা গান্ধী ফিরে পেয়েছিলেন । আর সেই পথেই প্রিয়াঙ্কা গান্ধী হাঁটছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − six =