কলকাতা 

‘‘কাউন্সিলররা সঙ্গে নেই, তবু চেয়ার আঁকড়ে পড়ে রয়েছেন! এত নির্লজ্জ আপনি?’’ বনগাঁ পুরসভার তৃণমূল চেয়ারম্যানকে ধমক বিচারপতির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বনগাঁ পুরসভার অনাস্থা ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে আবার মুখ পুড়ল তৃণমূল সরকারের । এদিন এই মামলার শুনানীতে বনগাঁর চেয়ারম্যানের উদ্দেশে বিচারপতির মন্তব্য, ‘‘কাউন্সিলররা সঙ্গে নেই, তবু চেয়ার আঁকড়ে পড়ে রয়েছেন! এত নির্লজ্জ আপনি?’’ বনগাঁ পুরসভায় অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয় ১৬ জুলাই। কিন্তু সে দিন বিজেপির কাউন্সিলরদের মধ্যে দুজনকে ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই দাবি করে পুরসভার ক্ষমতা তাঁদের দখলে।  নিয়েই বিজেপি হাইকোর্টে মামলা দায়ের করে। সেই মামলার শুনানিতেই শুক্রবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রাজ্য সরকার এবং বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যের উদ্দেশে বিচারপতির মন্তব্য, ‘‘চেয়ার আঁকড়ে কেন পড়ে রয়েছেনযখন সংখ্যাগরিষ্ঠতা আপনার সঙ্গে নেই, তখন আপনাকে ফল ভোগ করতেই হবে। কেন পদ আঁকড়ে আছেন, এটা গণতন্ত্র। এত নির্লজ্জ কেন আপনি?’’

বিজেপির অভিযোগ ছিল, পুলিশ দিয়ে তাদের দুই কাউন্সিলরকে আটকে দেওয়া হয়েছিল অনাস্থা ভোটের দিন। দুই কাউন্সিলরকে অনাস্থা কক্ষে দূরে থাক, পুরভবনেই ঢুকতে দেয়নি পুলিশ। অথচ হাইকোর্টের দেওয়া গ্রেফতারির উপর স্থগিতাদেশের নথি দেখিয়েছিলেন তাঁরা। এই প্রসঙ্গেই বিচারপতি বলেন, ‘‘বনগাঁ পুরসভার চেয়ারম্যান বিরাট প্রভাবশালী।’’

Advertisement

বিচারপতি বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ফের অনাস্থা ভোট হওয়া দরকার।’’ পুলিশ সুপারের উপস্থিতিতে জেলাশাসক বা মহকুমা শাসকের দফতরে আস্থা ভোট নেওয়ার কথাও বলেছেন তিনি। আইনজীবীদের মত, এই ভাবে অনাস্থা ভোট হলে তার পরেও কোনও অশান্তি হলে বা অনাস্থার প্রক্রিয়ায় কোনও গলদ ধরা পড়লে জেলাশাসক, মহকুমা শাসক বা পুলিশ সুপারকে দায়ী করা যাবে। সেই কারণেই প্রাথমিক ভাবে এই দাওয়াই দিয়েছেন বিচারপতি।

শুক্রবারের শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিজেপির উদ্দেশে বলেন, আপনাদের সুযোগ  দিয়েছিলাম। কিন্তু সরকার ভুল করলে তা সংশোধন করতে হবে আদালতকেই। না হলে গণতান্ত্রিক ব্যবস্থাই ভেঙে পড়বে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 − 3 =