কলকাতা 

পদত্যাগ করেই সব্যসাচী গেলেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অবস্থান-বিক্ষোভ ও অনশন মঞ্চে ; শিক্ষামন্ত্রীকে কটাক্ষ প্রাক্তন মেয়রের ‘‘ শিক্ষকরা অনশনে , ঠান্ডা ঘরে মন্ত্রী ।”

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  বিধাননগর পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েই সব্যসাচী দত্ত এদিন পৌছে যান বিধাননগরের বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে অনশনরত শিক্ষকদের মঞ্চে । সেই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল দল থেকে শুরু করে দলনেত্রী পর্যন্ত সবার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি । শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করে সব্যসাচী বলেন ‘‘ শিক্ষকরা অনশনে , ঠান্ডা ঘরে মন্ত্রী ।‘‘

উল্লেখ্য, গত ১২ জুলাই থেকে অনৈতিকভাবে বদলী করা শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে এবং পিআরটি স্কেলে বেতন দেওয়ার দাবিতে অনশনে বসেছেন অরাজনৈতিক শিক্ষক সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে সদস্যরা। নিজেদের দাবির সমর্থনে করুণাময়ী সংলগ্ন ওয়াই চ্যানেলে অবস্থানে বসেছেন তাঁরা। প্রায় ২,৫০০ শিক্ষক সামিল হয়েছেন অবস্থানে।

Advertisement

এদের মধ্যে ২০জন শিক্ষক ১৩ জুলাই থেকে সামিল হয়েছিলেন অনশনে। যে কারণেই একে একে অসুস্থ হয়ে পড়েন অনশনকারী শিক্ষকরা। এদিন শিক্ষকদের অনশন সাত দিনে পড়ল। আর এদিনই শিক্ষকদের সঙ্গে দেখা করতে অবস্থান মঞ্চে যান বিধাননগরের সদ্য প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। গিয়েই শিক্ষকদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তিনি। শিক্ষকদের অনশনকে নৈতিক সমর্থন জানানোর পাশাপাশি এদিন শিক্ষামন্ত্রীর নাম না করে তাকে সব্যসাচীর খোঁচা, “শিক্ষকরা অনশনে, ঠাণ্ডা ঘরে মন্ত্রী।”

তিনি ক্ষোভের সঙ্গে বলেন গত কয়েক দিন ধরেই শিক্ষকরা অনশন করছেন এখানে। অদূরেই রয়েছে শিক্ষামন্ত্রীর দফতর। তবুও তিনি একবারের জন্যও আসেন নি শিক্ষকদের সঙ্গে দেখা করতে। শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বলেন শাসনের নামে শোষণ চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − 1 =