জেলা 

চর্মনগরীর নতুন নাম দিলেন মুখ্যমন্ত্রী ‘ কর্মদিগন্ত ‘ ; ৮০ হাজার কোটি টাকা লগ্নি এবং ৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বানতলায় দাবি মমতার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বানতলার লেদার কমপ্লেক্সে নতুন প্রকল্পের উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৮০ হাজার কোটি টাকা লগ্নি হতে চলেছে এবং মোট পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে ৷ এদিন সেখানে ১৮৭টি নতুন ট্যানারির জন্য জমি বরাদ্দ করা হয়েছে ৷

আজকে যাদের জমি দেওয়া হল তাদের অনেকেই কানপুর থেকে এসেছেন৷ নোটবন্দির পরে এদের ব্যবসা রীতিমতো খারাপ হওয়া তা গুটিয়ে ফেলেছিল এবং উল্টে তারা এ রাজ্যে এসে লগ্নি করার ব্যাপারে আগ্রহ দেখিয়ে ছিল ৷ তারই প্রেক্ষিতে সাড়া দিয়ে জমি বরাদ্দ করা হয়েছে লেদার কমপ্লেক্সে৷

Advertisement

চর্মনগরীতে এত লগ্নি ও মানুষের কর্মসংস্থান হচ্ছে তাই চর্মনগরী নতুন নামকরন করেন মুখ্যমন্ত্রী ‘কর্মদিগন্ত’ ৷ তবে ট্যানারির দূষণের কথা ভেবে সেখানে আটটি ট্রিটমেন্ট প্লান্ট থাকবে বলে জানান হয়েছে ৷ এদিনও মুখ্যমন্ত্রী দাবি করেন দেশে কর্মসংস্থান কমলেও এ রাজ্যে কিন্তু কমসংস্থান বাড়ছে৷

এখানে যে লেদার গুডস পার্ক তৈরি করা হচ্ছে সেখানে চর্মজাত দ্রব্য নির্মাণ কেন্দ্র তৈরি হবে যার মাধ্যমে পর্যাপ্ত রফতানি এবং কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে৷ এছাড়া ৬০ একর জমির উপর একটি আধুনিক ফুটঅয়্যার পার্ক গড়ে তোলা হবে যেখানে থাকবে ১৫০টি জুতো তৈরির ইউনিট ৷ এদিন এর শিলান্যাস করা হয়৷ একেবারে ক্ষুদ্র ট্যানারদের পুনর্বাসনের জন্য মাইক্রো ট্যানার্স হাব গড়ে তোলা হচ্ছে এবং সেই হাবের শিলান্যাস করা হয় ৷ চর্ম কারখানার ব্যবসায়ী এবং শ্রমিকদের যাতায়াতের কথা মাথায় রেখে সেখান যাওয়া করার জন্য ৬টি বাসের ব্যবস্থা করা হচ্ছে বলে এগিন মুখ্যমন্ত্রী জানান৷

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + six =