দেশ 

সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া মধ্যস্থতাকারী প্যানেলের হস্তক্ষেপে আপত্তি রাম জন্মভূমি ন্যাসের ; ৩১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব শীর্ষ আদালতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের গড়ে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে রাম জন্মভূমি ন্যাস । তারই  পরিপ্রেক্ষিতে ৩১ জুলাইয়ের মধ্যে মধ্যস্থতাকারী প্যানেলকে রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ ১১ জুলাইয়ের মধ্যে প্যানেলের কাছে রিপোর্ট তলব করেছিলেন। এবং জানানো হয়েছিল ২৫ জুলাই থেকে প্রতিদিন শুনানি শুরু হত পারে। কিন্তু তার পরেও বাড়তি সময় চেয়েছিল প্যানেল। শেষে ১ অগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

Advertisement

এদিকে এই প্যানেলের বিরোধিতা করেছে রাম জন্মভূমি ন্যাস। তাঁদের দাবি, রাম যেখানে জন্মেছেন সেখানে কোনও বিতর্ক নেই। কাজেই রাম জন্মভূমি ইস্যুতে কোনও মধ্যস্থতাকারী প্যানেলের প্রয়োজন নেই। অযোধ্যায রাম মন্দির তৈরি হবেই বলে দাবি করেছেন তাঁরা।

১৯৯৩ সলের ২৫ জানুয়ারি বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন সদস্যকে নিয়ে তৈরি হয়েছিল রাম জন্মভূমি ন্যাস। মহন্ত রামচন্দ্র পরমহংস ছিলেন এই ন্যাসের প্রথম প্রধান। তাঁরা দাবি জানিয়েছিলেন রাম জন্মভূমির জমি সরকার অধিগ্রহণ করতে পারবে না। এই জমিতে রাম মন্দিরই তৈরি হবে।

কিন্তু আযোধ্যা বিতর্ক নিয়ে শীর্ষ আদালতে চলা মামলার প্রেক্ষিতে একটি মধ্যস্থতাকারী প্যানেল তৈরি করে দেওয়া হয়েছিল। তাঁদের কাজ রামমন্দির নিয়ে সকলের মতামত সংগ্রহ করা। এবং একটি সমাধান সূত্রের সন্ধান দেওয়া।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 17 =