জেলা 

বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে কাটমানি পোষ্টার ; অস্বস্তিতে দিলীপ-মুকুল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাটমানি নিয়ে তৃণমূল কংগ্রেসকে নানাভাবে আক্রমণ করে চলেছের বিজেপি বড়-মেজ-সেজ –ছোট কর্তারা। অথচ ভারতের মধ্যে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি দলের কর্মীদের কাটমানি ফেরত দেওয়া নির্দেশ দিয়েছেন। কিন্ত বিজেপির নেতারা মুখে সততার কথা বললেও তাদের নেতা-কর্মীরা যে ক্ষমতায় আসার আগেই কাটমানি খাচ্ছেন তা নিয়ে দিলীপ-মুকুলরা কী বলবেন ? এদিকে খোদ বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে কাটমানির টাকা খাওয়ার অভিযোগ উঠল। প্রকাশ্যে পড়ল পোস্টার। আর সেই কাটমানি পোস্টারে সরগরম পূর্ব মেদিনীপুর জেলা।

পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা, কোলাঘাটে রাস্তার ধারে লিফলেট লাগানো হয়েছে বিজেপির জেলা সভাপতি নবারুণ নায়েকের বিরুদ্ধে। একাধিক সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। অভিযোগ, দলেরই একাংশ এই পোস্টার দিয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি জেলা নেতৃত্ব।

Advertisement

মেচেদা বাস স্ট্যান্ডের কাছে সংলগ্ন বিভিন্ন এলাকায় এই লিফলেট দেখা যায়। লিফলেটে লেখা, বিজ্ঞপ্তি নবারুণ নায়েক জেলা সভাপতি বিজেপি। বিভিন্ন অঞ্চল থেকে রেশন ডিলার ও গ্যাস ডিলারশিপ( উজ্জ্বলা যোজনা) পাইয়ে দেওয়ার জন্য ও অঞ্চলের মন্ডল সভাপতি পদ পাইয়ে দেওয়ার জন্য যে কাটমানি নিয়েছে তা অবিলম্বে ফেরত দিতে হবে। সৌজন্যে পূর্ব মেদিনীপুর বিজেপি সদস্য। যদি এখনও বিজেপি সভাপতি নবারুণ নায়েকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি এই পোস্টার নিয়ে জেলার কোনও বিজেপি নেতাও কোনও মুখ খোলেননি। তবে এভাবে পোস্টার পড়ায় চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব তাঁদের বডি-ল্যাঙ্গুয়েজই তা বলে দিচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে তৃণমূলের পাশাপাশি বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আসছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে এই টাকা নেওয়া হচ্ছে। এমনকি কারোর কাছ থেকে মোটা টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ আসছে। বিজেপির মত দলের জেলা সভাপতির বিরুদ্ধে কাটমানি নেওয়া অভিযোগ ওঠায় দল কী ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে রয়েছে জেলার সাধারন মানুষ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − 16 =