দেশ 

দেশের প্রতিটি কোণ, প্রতিটি ইঞ্চি থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে রাজ্যসভায় দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্র সরকার স্পষ্ট করে দিল তাদের উদ্দেশ্য । আজ রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন , রাষ্ট্রপতি এবং সরকারের কাছে ২৫ লক্ষের বেশি এমন আবেদন এসেছে যেখানে বলা হয়েছে কিছু ভারতবাসীকে ভারতের নাগরিক বলে মনে হচ্ছে না, এদিকে এনআরসি-তে এমন কিছু নাগরিককে ভারতীয় বলে মনে করা হচ্ছে, যারা বাইরে থেকে এসেছে৷ এই সব আবেদনের ওপর বিচার-বিবেচনা করার জন্য সরকারকে কিছু সময় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করা হয়েছে৷ শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, অসমে ২০১৯-এর ৩১ জুলাই এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে৷

এরপরেই অমিত শাহ রাজ্যসভায় কড়া ভাষায় বলেন , দেশের  প্রতিটি কোণ, প্রতিটি ইঞ্চি থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে বলে বুধবার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্যসভায় তিনি বলেন, অসমে যে এনআরসি, তা অসম অ্যাকর্ডের অংশ৷ দেশের প্রতিটি ইঞ্চিতে যে অনিপ্রবেশকারীরা রয়েছে, তাদের চিহ্নিত করা হবে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তাদের ডিপোর্ট করা হবে৷

Advertisement

আসলে এনআরসি হবে কিনা তা বলা না গেলেও এখন থেকে সেই কাজ খুব কৌশলে করে চলেছে কেন্দ্র সরকার । আর একাজে তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে । তাই কলকাতাতে দেখা গেল দীর্ঘ চল্লিশ বছর একটানা কলকাতায় বাস করা সত্ত্বে এমনকি রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী হিসাবে পরিচিত হওয়া সত্ত্বেও তার স্ত্রী ও পুত্রকে নাগরিকত্ব প্রমাণের জন্য নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে । এই ভাবেই খুব কৌশলে এনআরসি-র কাজটি করে চলেছে কেন্দ্র ।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 3 =