কলকাতা 

জোর করে দরজা ঠেলে মেট্রোয় ওঠার চেষ্টা করলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা সিদ্ধান্ত কর্তৃপক্ষের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জোর করে মেট্রোর দরজা ঠেলে ওঠার চেষ্টা করলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা । মেট্রো কর্তৃপক্ষ আজ বুধবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন । বলা হয়েছে ,দরজা বন্ধের সময় যদি কোনও যাত্রী তাতে বাধা দেন, তা হলে ৫০০ টাকা জরিমানা করা হবে। মেট্রো সূত্রে জানানো হয়েছে, এই নিয়ম আগে থেকেই ছিল। তবে কলকাতায় এত দিন তেমন ভাবে কার্যকর ছিল না। বার তা কড়া ভাবে মানা হবে বলেই মেট্রোর দাবি।

উল্লেখ্য , কয়েকদিন আগে মেট্রোয় ওঠার জন্য শেষ মুহূর্তে দুদরজার মাঝে নিজের হাত ঢুকিয়ে দিয়েছিলেন। সেটাই কাল হয়েছিল সজল কাঞ্জিলালের। বন্ধ দরজায় হাত আটকানো সজলকে টেনেহেঁচড়ে সুড়ঙ্গে নিয়ে ফেলেছিল চলন্ত মেট্রো। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। কী ভাবে, কেন ওই দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে তদন্ত চলছে। উঠেছে নানা প্রশ্ন। তার মধ্যেই বার যাত্রী সুরক্ষায় কড়া পদক্ষেপ করছে কলকাতা মেট্রো।

Advertisement

 মেট্রো রেলের এক কর্তা বুধবার বলেন, ‘‘কলকাতা মেট্রো রেল বোর্ডের আওতায়। জরিমানার এই বিধান রেলের নিয়মের মধ্যেই রয়েছে। সেই নিয়ম বার কড়া হাতে মানার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি নজরে রাখবে আরপিএফ।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − twelve =