দেশ 

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ল্যান্ডমাইন বিস্ফোরণ, শহীদ ৬ জওয়ান

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজডেস্কঃ ছত্তিশগড়ে ফের মাও হামলার ঘটনা ঘটল। মাও দমন অভিযান শুরু হতেই পালটা হানার শিকার হলেন জওয়ানরা৷ মাওবাদীদের পোঁতা  ল্যান্ডমাইন বিস্ফোরণে আর্মড ফোর্সের ৬ জওয়ানের মৃত্যু হয়েছে৷ এঁদের মধ্যে রয়েছেন, সশস্ত্রবাহিনীর দুই জওয়ান, জেলা ফোর্সের দুই জওয়ান ও দুই সেনা জওয়ান। এছাড়া আর্মড ফোর্সের আরও দুই জওয়ান গুরুতর জখম হয়েছে বলে জদনা গিয়েছে। দান্তেওয়াড়ায় এই ঘটনার পর সেখানে হাজির হয়েছে সিআরপিএফ জওয়ানের একটি বাহিনী।

সূত্রে খবর, দান্তেওয়াড়ার ছোলনার গ্রামে আজ রুটিনমাফিক টহল দিচ্ছিলেন ছয় সাত জনের আর্মড ফোর্সের একটি দল৷ ওই দলটি গ্রাম থেকে জঙ্গলের মধ্যে ঢুকতেই বিপত্তি ঘটে৷ সেখানেই মাওবাদীরা পুঁতে রেখেছিল ল্যান্ডমাইন। পুলিশের গাড়ি সেখানে পৌঁছাতেই প্রবল বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জওয়ানের৷ এছাড়া আরও দুই জওয়ানকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

Advertisement

দান্তেওয়াড়া বিস্ফোরণের ঘটনায় অ্যান্টি নকশাল অপারেশনের ডিআইজি সুন্দরররাজ পি জানিয়েছেন, বিস্ফোরকটি যথেষ্ট শক্তিশালি ছিল। বিস্ফোরকটিতে আইইডি ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন সুন্দররাজ। তবে বিস্ফোরণের কারণ ও এটিতে কোন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 1 =