কলকাতা 

ক্লাসে না গিয়ে শিক্ষকরা আন্দোলন করলে তা বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর ; অনৈতিক বদলীর আদেশ প্রত্যাহার না করলে আমরণ অনশন চলবে হুঁশিয়ারি শিক্ষকদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  ক্লাস না করে শিক্ষকরা আন্দোলন করলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সোমবার তিনি বলেন , শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হবে । তাদের সমস্যার সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করবে সরকার । তবে কোনোভাবেই ক্লাস না করে আন্দোলনকে মেনে নেবে না সরকার । খুব শীঘ্র এ নিয়ে বিঞ্জপ্তি জারি করা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ।

কিন্ত মন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বে শিক্ষকরা বিশেষ করে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন । গতকালই বিজেপি প্রভাবিত প্রাথমিক শিক্ষকদের সংগঠন মিছিল করে কলকাতায় । এদিকে , ১৪ জন শিক্ষককে অনৈতিকভাবে বদলীর প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । তাঁদের আন্দোলনের প্রতি রাজ্যের মানুষের সহানুভূতি দেখা যাচ্ছে ।

Advertisement

এই সংগঠনের দাবি তাদের সদস্যদের অনৈতিকভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের জন্য বদলী করা হয়েছে । অনেককে বাড়ি থেকে কয়েকশো কিমি দূরে বদলী করা হয়েছে । এমনকি মহিলা শিক্ষকদেরও বাদ দেওয়া হচ্ছে না ।অনশনরত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অপরাজিতা সেন জানান, তাঁর বাড়ি দুর্গাপুরে। রোজ ৪০ কিলোমিটার দূরে জঙ্গলের মধ্য দিয়ে স্কুটি চালিয়ে স্কুলে যেতে হয় তাঁকে। নিরাপত্তার জন্য এক জনকে সঙ্গে নিতে হয়। তাঁর অভিযোগ, ‘‘উস্তির এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই এমন অনৈতিক ভাবে বদলি করা হয়েছে।’’

এই আন্দোলনে যুক্ত হওয়ায় তাঁকেও অনৈতিক ভাবে বদলি করা হয়েছে বলে অভিযোগ শিলিগুড়ির শিক্ষক সৌগত লাহিড়ীর। তিনি জানান, তাঁকে রোজ ৭৫ কিলোমিটার দূরে জলপাইগুড়ির একটি স্কুলে যেতে হয়। পথে হাতি ও লেপার্ডের ভয় আছে। ক্লাস না-করে পথে নামার বিষয়ে এই আন্দোলনের নেত্রী পৃথা বিশ্বাস জানান, ছুটি নিয়েই তাঁরা আন্দোলন করছেন। স্কুলে পঠনপাঠন যাতে বিঘ্নিত না-হয়, সেই বিষয়ে তাঁরা সচেতন।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − fifteen =