দেশ 

উত্তরপ্রদেশে কংগ্রেসকে চাঙ্গা করতে মাঠে নামলেন প্রিয়াঙ্কা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুলের পর পরবর্তী কংগ্রেস সভাপতি কে হবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি কংগ্রেস নেতৃত্ব । এক কথায় রাহুলের পদত্যাগের ৫০ দিন অতিক্রান্ত হওয়ার পরও কংগ্রেস তাঁর উত্তরসূরি বাছতে ব্যর্থ হয়েছে । কংগ্রেস নেতারা যখন দিশেহারা কিংকর্তব্য বিমূঢ় ঠিক তখনই নিরবে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী ।

গতকাল সোমবার দিল্লির তুঘলক লেনে রাহুল গাঁধীর বাসভবনেই উত্তরপ্রদেশের কিছু নেতাকে ডেকে পাঠান প্রিয়ঙ্কা। ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভাকে সামনে রেখে দলের সংগঠনকে কী করে নতুন করে ঢেলে সাজানো যায়, তা নিয়েই বৈঠক করেন তিনি। যদিও তার আগে রাজ্যে ১২ টি আসনে উপনির্বাচন আছে। যেগুলির সিংহভাগই বিজেপির দখলে। এই আসনগুলিতেও জয়ের জন্য রণনীতি তৈরির কাজ শুরু করলেন তিনি। 

Advertisement

লোকসভা ভোটের আগে রাহুল গাঁধী উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যের দায়িত্ব প্রিয়ঙ্কা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে ভাগ করে দিয়েছিলেন। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে সাধারণ সম্পাদক করেছিলেন প্রিয়ঙ্কাকে। আর পশ্চিমে ছিলেন সিন্ধিয়া। সম্প্রতি সিন্ধিয়ার ইস্তফার পর গোটা উত্তরপ্রদেশই প্রিয়ঙ্কার কাঁধে দেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন কংগ্রেস নেতারা। আনুষ্ঠনিক ঘোষণা হয়নি বটে। কিন্তু প্রিয়ঙ্কা আজ গোটা রাজ্য নিয়েই আলোচনা করেছেন। 

লোকসভা ভোটের পরই প্রিয়াঙ্কার হাতেই উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর । তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি । এদিকে প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে জেলা কমিটিগুলিকে ভেঙে দেওয়া হয়েছে নতুন করে কমিটি গঠনে কথা বলা হয়েছে । এখানে সংখ্যালঘু দলিত , আদিবাসী ওবিসি সম্প্রদায়ের তরুণ মুখকে নেওয়ার কথা বলা হয়েছে । এক কথায় প্রিয়াঙ্কার হাত ধরে উত্তরপ্রদেশে ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × four =