দেশ 

রাহুল কী কংগ্রেসের সাংগঠনিক কাজে আবার ফিরলেন ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধী দলের ভরাডুবির দায় মাথায় নিয়ে পদত্যাগ করার পর আবার নতুন করে দলের কাজ শুরু করে করেছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ।

গতকাল  মহারাষ্ট্রে সদ্যনিযুক্ত সভাপতি বালাসাহেব থরোটের সঙ্গে দেখা করেছেন রাহুল। দু’দিন আগে তাঁকে যখন নিয়োগ করা হয়েছিল, এআইসিসির পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়-‘কংগ্রেস সভাপতি’ এই নিয়োগ অনুমোদন করেছেন। আজ সনিয়া গাঁধীর সঙ্গে রাহুল যখন মহারাষ্ট্রের সভাপতির সঙ্গে দেখা করেন, তখন কংগ্রেসের পক্ষ থেকে সেই ছবি প্রকাশ করা হয়। সেখানে সনিয়াকে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন বলে সম্বোধন করা হয়েছে।  রাহুলের নামের আগে ‘কংগ্রেস সভাপতি’ লেখা হয়নি।

Advertisement

কংগ্রেসের সূত্রের মতে, রাহুল নিজেই এমনটি লেখার নির্দেশ দিয়েছেন। কারণ, তিনি ইস্তফা দিয়েছেন। সে কারণে ‘কংগ্রেস সভাপতি’ কথাটি জাহির করতে চাইছেন না। আবার দলের সংগঠনের যে বদল জরুরি, সেগুলিও না করলেই নয়।

কোনও রাজ্যের সভাপতি নিয়োগের বিষয়টি সব সময়েই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি করেন। রাহুল ধীরে ধীরে তাতে আগ্রহ দেখানোয় দলের অনেকে আশার আলোও দেখছেন। তাঁরা মনে করছেন, আজ-নয়-কাল রাহুলকে সভাপতি পদে থেকে যেতে রাজি করানো যাবে।

সোমবারের মহারাষ্ট্র কংগ্রেস সভাপতির রাহুলের বৈঠক নিয়ে নিয়েই আশার আলো দেখছে কংগ্রেস কর্মীরা । তারা মনে করছে এভাবেই একদিন রাহুল ফিরে আসবে কংগ্রেস সভাপতি পদে । আর তাঁর হাত ধরেই আবার কংগ্রেসের সুদিন ফিরবে ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen + 14 =