দেশ 

সাংবাদিক সুধীর চৌধুরির বিরুদ্ধে সাংসদ মহুয়া মৈত্রের দায়ের করা অপরাধমূলক মানহানী মামলার শুনানী হবে ২০ জুলাই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভার সদস্য হিসেবে প্রথম সংসদে ভাষণ দিতে গিয়ে দেশবাসীর নজরে পড়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র । আর সেই ভাষণকে চুরি করা ভাষণ বলে ফলা্র খবর করেছিল বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট শিল্পপতি সুভাষ চন্দ্রার মালিকাধীন নিউজ চ্যাণেল জি নিউজ । জি নিউজের এডিটর ইন চিফ সুধীর চৌধুরি বলেছিলেন এই ভাষণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনে প্রকাশিত লংম্যানের লেখা থেকে নেওয়া হয়েছে । আর এ নিয়েই ক্ষুদ্ধ হন সাংসদ মহুয়া মৈত্র।

এই খবরের তিনি তীব্র প্রতিবাদ করেন । একই সঙ্গে আমোরিকার মার্টিন লংম্যানও টুইট করে জানিয়ে দেন মহুয়া তার লেখা থেকে চুরি করেননি । এরপরেই মহুয়া মৈত্র জি নিউজের এডিটর ইন চিফের বিরুদ্ধে মানহানী মামলা করে দিল্লির এক আদালতে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দায়ের করা অপরাধমূলক মানহানির মামলার শুনানি শুরু হবে ২০ জুলাই থেকে। এদিন দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট প্রীতি পারেওয়া মামলাটি ২০ জুলাইয়ের জন্য তালিকা বদ্ধ করেন। ওই দিনই মহুয়ার বক্তব্য রেকর্ড করা হবে।আদালতে মহুয়া মৈত্রের হয়ে লড়াই করছেন আইনজীবী সাদান ফরাসত। তাঁর মতে সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যমের অভিযোগ অসত্য।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 1 =