কলকাতা 

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়াদের সংরক্ষণ তালিকায় কারা ঠাঁই পেতে চলেছে জানতে চান ? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার সেই আর্থিক মাপকাঠির নির্দেশিকার কথা জানাল সরকার ।

যাদের মাসিক আয় ৬৬,৬৬৬ টাকা এবং ৫ একরের কম কৃষি জমি আছে তারা এই সংরক্ষনের সুযোগ পাবেন। শহর ও শহরতলিতে ১০০০ বর্গফুটের ছোট ফ্ল্যাট থাকতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব।

Advertisement

এমাসের শুরুর দিকে রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণের কথা জানিয়েছিল রাজ্য সরকার। জানানো হয়েছিল ১০ শতাংশ আসন চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংরক্ষিত থাকবে। সেইসময় এই সিদ্ধান্তে রাজ্য সরকারের মন্ত্রিসভার সম্মতির কথাও জানানো হয়েছিল।

এতদিন সংরক্ষণের আওতায় ছিলেন তপশিলি জাতি উপজাতিভুক্ত এবং ওবিসি তালিকাভুক্তরা। এবার থেকে রাজ্যে নতুন এই সংরক্ষণ ব্যবস্থা চালু হল।

উচ্চবর্ণের ১০ শতাংশ সংরক্ষণের আগে পর্যন্ত ১৫ শতাংশ তপশিলি জাতি, ৭.৫ শতাংশ তপশিলি উপজাতি এবং ২৭ শতাংশ ওবিসিদের জন্য সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষিত রয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + six =